সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষের ব্লাড ব্যাগে পশুর রক্ত! চাঞ্চল্যকর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে তেলেঙ্গানার হায়দরাবাদে। এখানে কাচিগুডা এলাকায় এক এক্সপোর্ট-ইমপোর্ট ফার্মে তল্লাশি অভিযান চলাকালীন দেখা গেল মুমূর্ষু রোগীদের জন্য বরাদ্দ ব্লাড ব্যাগে মজুত করা হয়েছে ছাগল-ভেড়ার রক্ত। এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, গোপন খবরের ভিত্তিতে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা হায়দরাবাদ পুলিশ ও রাজ্যড্রাগ কন্ট্রোল আধিকারিকদের সাহায্যে অভিযান ওই ফার্মে। সেখানেই দেখা যায়, মানুষের ব্যবহারের জন্য নির্মিত ব্লাড ব্যাগ ভরে রয়েছে পশুর রক্তে। উদ্ধার হওয়া রক্তের পরিমাণ প্রায় ১০০০ লিটার। পাশাপাশি সেখানে পাওয়া গিয়েছে রক্ত প্যাকেজ করার জন্য ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রপাতি।
তদন্তকারীরা সেখানে অভিযান চালিয়ে একটি অটোক্লেভ মেশিন, ল্যামিনার এয়ার ফ্লো ইউনিট, ১১০টি ভর্তি রক্তের ব্যাগ এবং প্রায় ৬০টি খালি রক্তের ব্যাগ। তদন্তকারীদের অনুমান এগুলি অবৈধ ক্লিনিকাল ট্রায়াল, পরীক্ষা-নিরীক্ষা বা ল্যাব পরীক্ষার জন্য ব্যবহৃত হত। সংশ্লিষ্ট ওই ফার্মের মালিক বর্তমানে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পাশাপাশি এখান থেকে দেশের কোথাও রক্ত পাঠানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারিরা। যে বা যারা এই ভয়ংকর চক্রের সঙ্গে জড়িত তাঁদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন। উল্লেখ্য, জটিল অস্ত্রোপচার, দুর্ঘটনায় আহত রোগী ও থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ব্লাড ব্যাঙ্কের প্যাকেটবন্দি মনুষ্য রক্ত। সেখানে পশুর রক্ত মিলিয়ে দেওয়ার অর্থ নির্ঘাত মৃত্যু বা রোগীর জটিল অসুখের কবলে পড়া। ভয়াবহ এই কারচুপির ঘটনা সামনে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন।
