shono
Advertisement
Gold price

১ লক্ষ পার! সর্বোচ্চ দামের নজির গড়ল সোনা, বিয়ের মরশুমে মাথায় হাত মধ্যবিত্তের

Published By: Anwesha AdhikaryPosted: 11:52 AM Apr 22, 2025Updated: 12:29 PM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১ লক্ষ পেরিয়ে গেল সোনার দাম! বিশ্ববাজারে প্রবল অনিশ্চয়তার জেরে গত কয়েকদিন ধরেই উর্ধ্বমুখী সোনার দাম। তবে মঙ্গলবার দামের নিরিখে সর্বোচ্চ রেকর্ড গড়ল সোনা। ১০ গ্রাম সোনার দাম পেরিয়ে গেল ১ লক্ষের গণ্ডি। দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতার মতো একাধিক বড় শহরে ২৪ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম ছুঁয়েছে ১০ হাজার। 

Advertisement

সোমবার বিকেলে মার্কিন বাজারে লাফিয়ে বাড়ে সোনার দাম। একধাক্কায় ১.৭ শতাংশ বাড়ে সোনার দাম। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতির জেরে সোনা কেনার দিকে বেশি ঝুঁকছেন বিনিয়োগকারীরা। তার জেরেই চড়চড়িয়ে সোনার দাম বাড়ছে। আমেরিকার এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে ভারতের বাজারেও। মঙ্গলবার যাবতীয় রেকর্ড পেরিয়ে ১ লক্ষে পৌঁছে গেল ১০ গ্রাম সোনার দাম।

গুডরিটার্নস নামক একটি ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে ২৪ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম ১০ হাজার ১৫০ টাকা। নয়ডা, গুরুগ্রাম, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুতে প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১০ হাজার ১৩৫ টাকা। কলকাতাতেও একই দাম রয়েছে সোনার। তবে গয়নার জন্য ২৪ ক্যারাটের সোনা ব্যবহার হয়না। কিন্তু গয়নায় ব্যবহৃত ২২ ক্যারাট সোনার দামও এক লক্ষের দিকে ছুটছে। কলকাতায় ২২ ক্যারাট সোনার এক গ্রামের দাম ৯ হাজার ২৯০ টাকা।

বাংলা বছরের শুরুতেই বিয়ের মরশুমে বাঙালিদের ঘরে গয়না কেনার চাহিদা দেখা যায়। তার মধ্যেই এমন মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের কপালে ভাঁজ নিশ্চিতভাবেই। সোনার দাম যে কয়েক দিনের মধ্যেই লাখ টাকা পার করবে তা অনেকেই আগাম পূর্বাভাস দিয়েছিলেন। কেবল বিয়ে নয়, সামনে আসছে অক্ষয় তৃতীয়াও। সোনা কেনার হিড়িক পড়বে তখনও। কিন্তু লাখ টাকার ধাক্কা সামলে মধ্যবিত্তের সোনার স্বপ্ন কি আদৌ পূরণ হবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার বিকেলে মার্কিন বাজারে লাফিয়ে বাড়ে সোনার দাম। একধাক্কায় ১.৭ শতাংশ বাড়ে সোনার দাম।
  • কলকাতায় ২২ ক্যারাট সোনার এক গ্রামের দাম ৯ হাজার ২৯০ টাকা।
  • লাখ টাকার ধাক্কা সামলে মধ্যবিত্তের সোনার স্বপ্ন কি আদৌ পূরণ হবে?
Advertisement