সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানের সংঘাতের আবহে টিভি চ্যানেলগুলি সংবাদ পরিবেশনের সময় সাইরেনের শব্দ ব্যবহার করছে। এর বিরোধিতা করে বিবৃতি জারি করল কেন্দ্রীয় সরকার। সেখানে বলা হয়েছে, সচেতনতামূলক অনুষ্ঠান ছাড়া আর কোথাও সাইরেন ব্যবহার করা যাবে না। অযথা সাইরেন বাজালে সাধারণ মানুষের কাছে এর গুরুত্ব কমে যাবে।
শনিবার বিবৃতি জারি করেছে দমকল বিভাগ, সিভিল ডিফেন্স এবং হোম গার্ড বিভাগের ডিরেক্টরেট জেনারেল। যেখানে বলা হয়েছে, "সমস্ত টেলিভিশন চ্যানেলকে অনুরোধ করা হচ্ছে, আপনারা যে কোনও অনুষ্ঠানে সিভিল ডিফেন্স এয়ার রেড সাইরেনের শব্দ ব্যবহার করবেন না। এই শব্দ শুধুমাত্র সাধারণ মানুষকে সচেতন করার কোনও অনুষ্ঠানে ব্যবহার করতে পারেন।" ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা আইনের উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। সরকারের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে কেন সাইরেনের অযথা ব্যবহার করা যাবে না। সেখানে বলা হয়েছে, "সাইরেনের শব্দের নিয়মিত ব্যবহার এই বিশেষ শব্দের প্রতি নাগরিকদের সংবেদনশীলতা কমিয়ে দিতে পারে। তাঁরা ভাবতে পারেন, সাইরেন খুব স্বাভাবিক নিত্যনৈমিত্তিক একটি বিষয়।"
২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি। পালটা ৭ মে অপরেশন সিঁদুর চালায় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। এই অভিযানে অন্তত ১০০ জন জঙ্গির মৃত্যু হয়। এরপর বিনা প্ররোচনায় রাজস্থান, পাঞ্জাবের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে ড্রোন হামলা চালায় পাকিস্তান। পালটা জবাব দিচ্ছে ভারত। উল্লেখ্য, ৭ তারিখ বুধবারই সাধারণ মানুষকে মক ড্রিলের ব্যবস্থা করা হয়। সেখানে জানানো হয়, ব্ল্যাকআউট হলে, সাইরেন বাজলে আত্মরক্ষার জন্যে কী করতে হবে।
