shono
Advertisement
Territorial Army

ভারতীয় সেনাকে সাহায্য করবে টেরিটোরিয়াল আর্মিও, সেনাপ্রধানকে বিশেষ ক্ষমতা কেন্দ্রের

Published By: Paramita PaulPosted: 03:30 PM May 09, 2025Updated: 04:16 PM May 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘাত পরিস্থিতিতে সেনাপ্রধানের ক্ষমতাবৃদ্ধি। এবার দেশের টেরিটোরিয়াল আর্মিকেও নির্দেশ দিতে পারবেন সেনাপ্রধান অনিল চৌহান। অর্থাৎ এবার ভারতীয় সেনাকে সাহায্য় করবে টেরিটোরিয়াল আর্মি। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, টেরিটোরিয়াল আর্মি রুল, ১৯৪৮-এর ৩৩ নম্বর ধারা অনুযায়ী এবার থেকে সেনাপ্রধান টেরিটোরিয়াল আর্মির আধিকারিকদের প্রয়োজনে ডেকে পাঠাতে পারবেন, কাজে লাগাতে পারবেন। তাঁদের নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করা হতে পারে। সেনাকে রসদ পৌঁছে দেওয়ার দায়িত্ব বহনের পাশাপাশি অন্য কাজেও ব্যবহার করা হতে পারে তাঁদের।

দেশে মোট ৩২টি ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন বা টেরিটোরিয়াল আর্মি রয়েছে। এর মধ্যে ১৪টি ব্যাটেলিয়নকে পুরোপুরি নিযুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে। তাদের দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, কেন্দ্র, দক্ষিণ-পশ্চিম, আন্দামান ও নিকোবর কমান্ডে নিয়োগ করা হবে। তবে সাধারণ এদের যুদ্ধে বা সীমান্তে পাঠানো হয় না, যদি না অভাবনীয় কোনও পরিস্থিতি তৈরি হয়। বদলে বাহিনীকে রসদ সরবরাহ, নাকা চেকিং, আইনশৃঙ্খলা রক্ষার মতো দায়িত্ব সামলাতে হয় তাদের। 

কারা এই টেরিটোরিয়াল আর্মি?

ভারতের টেরিটোরিয়াল আর্মি হল স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাঅবসর নেওয়া সেনা আধিকারিকদের একটি সহায়ক সামরিক সংস্থা। যা প্রয়োজনে ভারতীয় সেনাবাহিনীকে সহায়তা পরিষেবা প্রদান করে। এটি অফিসার, জুনিয়র কমিশনড অফিসার, নন-কমিশনড অফিসার এবং ভারতীয় সেনাবাহিনীর মতো পদধারী অন্যান্য কর্মীদের নিয়ে গঠিত, তাঁদের মধ্যে বেসামরিক পেশার ব্যক্তিরাও রয়েছেন। দেশের বহু সফল ক্রীড়াবিদদের সামরিক সম্মান দেওয়া হয়। যেমন-কপিল দেব, শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, নীরজ চোপড়া, অভিনব বিন্দ্রা, রাজ্যবর্ধন সিং রাঠৌররা এই সম্মান পেয়েছেন। অর্থাৎ তাঁরাও টেরিটোরিয়াল আর্মির অংশ। ফলে প্রয়োজনে তাঁদেরও ডাকা হতে পারে। 

রাশিয়া, চিনের মতো দেশগুলিতে বিশেষ নিয়ম রয়েছে। যার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের তাঁদের ইচ্ছার বিরোধী যুদ্ধে পাঠাতে পারে। কিন্তু ভারতে এমন কোনও নিয়ম নেই। সেক্ষেত্রে প্রয়োজনে সেনার 'রিজার্ভ ফোর্স' হিসেবে কাজ করে এই টেরিটোরিয়াল আর্মি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাক সংঘাত পরিস্থিতিতে সেনাপ্রধানের ক্ষমতাবৃদ্ধি।
  • এবার দেশের টেরিটোরিয়াল আর্মিকেও নির্দেশ দিতে পারবেন সেনাপ্রধান অনিল চৌহান।
  • এবার ভারতীয় সেনাকে সাহায্য় করবে টেরিটোরিয়াল আর্মি।
Advertisement