shono
Advertisement
Rahul Gandhi

'বর্তমান নিয়ে মুখে কুলুপ, ২০৪৭-এর স্বপ্নফেরি চলছে', মোদি সরকারের জন্মদিনে তোপ রাহুলের

'শুধুই আত্মপ্রচার', সরকারের জন্মদিনে মোদিকে তোপ রাহুলের।
Published By: Amit Kumar DasPosted: 07:08 PM Jun 09, 2025Updated: 09:11 PM Jun 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনডিএ সরকারের ১১ বছর পূর্তিতে কড়া সুরে আক্রমণ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। অভিযোগ করলেন, গত ১১ বছরে কোনও প্রশ্নের জবাব দেয়নি সরকার, শুধুই আত্মপ্রচার চালিয়ে গিয়েছে। একইসঙ্গে তাঁর কটাক্ষ, 'বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছেন না কেন্দ্র, অথচ দেশবাসীকে স্বপ্ন দেখাচ্ছেন ২০৪৭ সালের।'

Advertisement

মোদি সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে ঢালাও প্রচার শুরু করেছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো বটেই বিজেপির ছোট বড় নেতারা গত ১১ বছরে সরকারের একের পর এক প্রকল্পের খতিয়ান তুলে ধরেছেন। দাবি করা হয়েছে, ২০৪৭ সালে উন্নত ভারত গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এহেন পরিস্থিতির মাঝেই সোমবার মহারাষ্ট্রের ঠানেতে ভয়াবহ রেল দুর্ঘটনায় ৫ যাত্রীর মৃত্যু প্রসঙ্গ তুলে রাহুল মোদি সরকারকে নিশানায় নেন রাহুল। এক্স হ্যান্ডেলে লেখেন, 'যখন মোদি সরকার তাদের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে উৎসব করছে, তখন দেশের বাস্তব পরিস্থিতি দেখা গিয়েছে মুম্বইয়ে। ভিড়ের চাপে বহু মানুষের মৃত্যু হয়েছে।'

রাহুল গান্ধীর অভিযোগ, ভারতীয় রেল দেশের কোটি কোটি মানুষের জীবনের মেরুদণ্ড। সেটাই এখন নিরাপত্তাহীনতা, ভয়ংকর ভিড় ও অরাজকতার প্রতীক হয়ে উঠেছে। তিনি লেখেন, 'গত ১১ বছরে কেন্দ্র কোনও প্রশ্নের জবাব দেয়নি, কোনও রকম পরিবর্তন আনেনি। যেটা করেছে তা হল গালভরা প্রচার। এই সরকার ২০২৫ সালের কথা বলা বন্ধ করে দিয়েছে, আর এখন ২০৪৭ সালের স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছে।' মুম্বইয়ে রেল দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক প্রকাশ করে রাহুল লেখেন, 'দেশ বর্তমানে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তার দায় কে নেবে?'

উল্লেখ্য, সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঠানের মুম্বরা স্টেশনের কাছে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের দিকে যাচ্ছিল ভিড়ে ঠাসা একটি লোকাল ট্রেন। ট্রেনটিতে এতই ভিড় ছিল যে পা রাখার জায়গাটুকুও মেলেনি যাত্রীদের। হাতল ধরে রীতিমতো শূন্যে ঝুলছিলেন তাঁরা। ওই অবস্থায় প্রবল ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে লাইনে পড়ে যান অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী। দুর্ঘটনার জেরে ৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এনডিএ সরকারের ১১ বছর পূর্তিতে কড়া সুরে আক্রমণ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।
  • রাহুল অভিযোগ করেন, গত ১১ বছরে কোনও প্রশ্নের জবাব দেয়নি সরকার, শুধুই আত্মপ্রচার চালিয়ে গিয়েছে।
  • একইসঙ্গে রাহুলের কটাক্ষ, 'বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছেন না কেন্দ্র, অথচ দেশবাসীকে স্বপ্ন দেখাচ্ছেন ২০৪৭ সালের।'
Advertisement