shono
Advertisement
Amritsar

অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলায় পাক যোগ! প্রকাশ্যে CCTV ফুটেজ

দোল উৎসবের রাতেই পাঞ্জাবে অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলা!
Published By: Amit Kumar DasPosted: 02:23 PM Mar 15, 2025Updated: 02:37 PM Mar 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোল উৎসবের রাতেই পাঞ্জাবে অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলা! শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ বাইকে করে অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী মন্দিরে গ্রেনেড ছোড়ে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন মন্দিরের পুরোহিত। যদিও এই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় পাকিস্তান যোগের ইঙ্গিত দিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ১২টা ৩৫ নাগাদ অমৃতসরের খান্ডওয়ালার ঠাকুরদ্বারা মন্দিরে এই বিস্ফোরণ ঘটানো হয়। রাতে ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত ছড়ায়। যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, বাইকে করে দুই যুবক এসে মন্দিরের সামনে দাঁড়ায়। এরপর মন্দির লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। এবং বাইকে চেপে চম্পট দেয়। কয়েক মুহূর্ত পর ব্যাপক বিস্ফোরণ ঘটে মন্দিরে। ঘটনার সময় মন্দিরের পুরোহিত মন্দিরের ভিতরেই ছিলেন। যদিও হামলায় তিনি আহত হননি বলেই জানা গিয়েছে।

এই ঘটনায় অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রিত ভুল্লার বলেন, "এই ঘটনায় বারবার পাকিস্তানের যোগ দেখা গিয়েছে। এখানেও পাকিস্তানের যোগ থাকতে পারে বলে অনুমান করছি আমরা। গোটা ঘটনার তদন্ত চলছে। আমরা যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করব। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি আমরা। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।"

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, "কিছু মানুষ রয়েছেন তাঁরা চান না পাঞ্জাব শান্ত থাক। বারবার পাঞ্জাবকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে। এই তালিকাত রয়েছে মাদক পাচারকারীরাও। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। অপরাধীদের কড়া শাস্তি দেওয়া হবে।" পাশাপাশি পাক যোগের সম্ভাবনাও এড়িয়ে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বারবার ভারত সীমান্তে ড্রোন উড়িয়েছে পাকিস্তান। ওরা চায় পাঞ্জাবকে অশান্ত হয়ে উঠুক।" অন্যদিকে এলাকাবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দোল উৎসবের রাতেই পাঞ্জাবে অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলা!
  • শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ বাইকে করে অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী মন্দিরে গ্রেনেড ছোড়ে।
  • এই ঘটনায় পাকিস্তান যোগের ইঙ্গিত দিয়েছেন তদন্তকারীরা।
Advertisement