shono
Advertisement
Gujarat

প্রেমে বাধা বাবা! প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে 'খুন' নাবালিকার, চাঞ্চল্য গুজরাটে

জুভেনাইল হোমে পাঠানো হল নাবালিকাকে।
Published By: Anustup Roy BarmanPosted: 06:08 PM Dec 22, 2025Updated: 07:03 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে ফের নৃশংস ঘটনা। প্রেমে বাধা দেওয়ায় নাবালিকা মেয়ে আর তার প্রেমিকের হাতে খুন বাবা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুভেনাইল হোমে পাঠানো হল নাবালিকাকে।

Advertisement

জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা রহস্যময় মনে হলেও পরবর্তিকালে জানা যায় এটি পূর্ব পরিকল্পিত খুন।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সানা ছাওড়া। ওই ব্যক্তির নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্থানীয় পাঁপড় কারখানার কর্মী, ২৪ বছরের রঞ্জিত গজেন্দ্রভাই বাঘেলার। গত জুলাই মাসে দু'জন মিলে বাড়ি থেকে পালিয়ে যায় বলেও জানা গিয়েছে। এই সময়ে রঞ্জিতের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান নাবালিকার বাবা। রঞ্জিতকে পকসো আইনে গ্রেপ্তার করা হয়। যদিও, অগাস্ট মাসে জামিন পায় সে।

এরপরেই নাবালিকার সঙ্গে মিলে 'পথের কাঁটা' সরাতে এই নারকীয় হত্যাকান্ডের ছক কষে রঞ্জিত। জানা গিয়েছে ডিসেম্বরের ১৬ তারিখ বাবাকে মাদক খাওয়ানোর ব্যর্থ চেষ্টা করে ওই নাবালিকা। এরপরে ১৮ তারিখ রাতে বাবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় ওই নাবালিকা। অই ব্যক্তি ঘুমিয়ে পরতেই বাড়িতে আসে রঞ্জিত এবং তার বন্ধু, ২৩ বছরের ভাব্য মহেশভাই বাসব। দু'জন মিলে একাধিকবার ছুরি মেরে হত্যা করে ওই ব্যক্তিকে। জানলা দিয়ে বাবা হত্যাকান্ড নিজের চোখে দেখে ওই নাবালিকা। প্রেমের পথে বাধা দূর করতেই তারা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি পুলিশের।

বরোদার জেলা পুলিশের প্রধান জানিয়েছেন, 'গত তিন মাস ধরে খুনের পরিকল্পনা করছিল অই নাবালিকা। প্রেমের সম্পর্কের বিরুদ্ধে ছিলেন তার বাবা। মেয়ে এবং স্ত্রীকে রাতে এক ঘরে আটকে রাখেন তিনি। ঘরে বেঁধে বাইরে থেকে তালা বন্ধ করে রাখতেন তিনি।' খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজ করছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুজরাটে ফের নৃশংস ঘটনা।
  • প্রেমে বাধা দেওয়ায় নাবালিকা মেয়ে আর তার প্রেমিকের হাতে খুন বাবা।
  • অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement