সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতে চলতে আচমকা স্তব্ধ লিফটের গতি। বন্ধ সেই লিফটের আটকে পড়লেন মন্ত্রী। চণ্ডিগড়ের সচিবালয় ভবনের ঘটনা। লিফটে আটক পড়েন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী গৌরব গৌতম। লিফটের ভিতরে মন্ত্রীমশাইয়ের আটকে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। আচমকা থমকাল কেন লিফট? যান্ত্রিক গোলযোগ?
চণ্ডিগড়ের সচিবালয় সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, থমকে রয়েছে লিফট। আরও আট ব্যক্তির সঙ্গে লিফটের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন হরিয়নারার ক্রীড়ামন্ত্রী গৌরব গৌতম। এভাবে পাঁচ মিনিট আটকে থাকার পরেই লিফটটি ফের সক্রিয় হয় এবং গন্তব্যের তলে পৌঁছে দেয় মন্ত্রী এবং অন্যদের। ঠিক কোন কারণে লিফটটি থমকে গিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে যান্ত্রিক গোলোযোগই কারণ।
গত সপ্তাহে মহারাষ্ট্রের থানের একটি আবাসনের লিফটে আটকে পড়েন পাঁচ জন। ২৫ মিনিট পর তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। অন্যদিকে গত বুধবার মধ্যপ্রদেশের ভোপালে আচমকা বিদ্যুৎ চলে যাওয়ায় আট বছরের একটি শিশু আটকে পড়েছিল একটি লিফটে। আতঙ্কে শিশুর বাবার হৃদরোগে মৃত্যু হয়। যদিও মিনিট তিনেকের বাদে বিদ্যুৎ চলে আসতেই শিশুটিকে লিফট থেকে উদ্ধার করা হয়।
