shono
Advertisement

Breaking News

বাড়তি উপার্জনের নেশা, স্ত্রীর সঙ্গে সঙ্গম ইন্টারনেটে LIVE যুবকের

সঙ্গমও বিক্রি হয়!!! The post বাড়তি উপার্জনের নেশা, স্ত্রীর সঙ্গে সঙ্গম ইন্টারনেটে LIVE যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:28 PM Apr 13, 2017Updated: 07:02 PM Oct 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুদের থেকে ঘটনা শুনে হকচকিয়ে গিয়েছিলেন মহিলা৷ স্বামীর সঙ্গে তাঁর সঙ্গম মুহূর্ত নাকি ছড়িয়ে পড়েছে বিভিন্ন ওয়েবসাইটে৷ তাঁর বন্ধুরই চোখে পড়েছে সেটি৷ কিন্তু কীভাবে তা সম্ভব? বেডরুমের দৃশ্য বাইরে গেলই বা কী করে! কোনও কুলকিনারা না পেয়ে আগেভাগে পুলিশে অভিযোগ জানিয়ে রেখেছিলেন ওই মহিলা৷ সেই কেঁচো খুঁড়তে গিয়েই এবার বেরিয়ে এল কেউটে৷ দেখা গেল, নাটের গুরু তাঁর স্বামীই৷

Advertisement

‘আজাদি’ চাইলে কাশ্মীর ছাড়ো, জওয়ান নিগ্রহের প্রতিবাদে গম্ভীর ]

প্রথমে পুলিশ ওই ভিডিওর সন্ধান করে৷ আইপি অ্যাড্রেস খুঁজে খুঁজে একেবারে গোড়ায় পৌঁছন গোয়েন্দারা৷ জানা যায়, একটি পর্ন ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং হয়েছিল এই দৃশ্য৷ কী করে তা সম্ভব? সন্দেহ গড়ায় মহিলার স্বামীর দিকে৷ ওই যুবকের সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ব্যাঙ্ক ট্রানজাকশন, মেইল আইডি ইত্যাদি খতিয়ে দেখতে গিয়েই সন্দেহ আরও জোরদার হয়৷ এরপরই জিজ্ঞাসাবাদ করা হয় ওই মহিলার স্বামীকে৷ আর তাতেই উঠে আসে আসল সত্য৷ জেরার মুখে যুবকটি শিকার করে, বাড়তি টাকার জন্য সে তাদের সঙ্গমের দৃশ্য লাইভ স্ট্রিমিং করেছিল একটি পর্ন সাইটে৷ যুবকটি ও তাঁর স্ত্রী দুজনেই পেশায় ইঞ্জিনিয়ার৷ যদিও স্ত্রী এ বিষয় কিছুই জানতেন না৷ স্ত্রী যাতে ঘুণাক্ষরেও কিছু টের না পায় সে কারণে ল্যাপটপটি কায়দা করে রেখেছিল ওই যুবক৷ সামনে চলছিল একটি সিনেমা৷ সুতরাং স্ত্রীর কোনও সন্দেহও হয়নি৷ এমনভাবে ক্যামেরাটা রাখা ছিল যাতে তাঁর স্ত্রীকেই বেশি দেখা যায়৷ তার নিজের মুখ যাতে বেশি না দেখা যায় সে ব্যবস্থাও করে রেখেছিল সে৷

মেয়ের বিয়েতে দেড় কোটি টাকা পণ, আয়কর দপ্তরের নজরে চা-বিক্রেতা ]

জেরায় ওই যুবক আরও জানিয়েছে, ছোটবেলা থেকেই পর্ন ভিডিওতে আসক্ত ছিল সে৷ পরবর্তীকালেও সে স্বভাব যায়নি৷ অনেকগুলি পর্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি ছিল তার৷ কোথাও কোথাও নিজেকে মেল এসকর্ট হিসেবেও দেখিয়েছিল সে৷ এরপরই সঙ্গমের দৃশ্য লাইভ স্ট্রিমিং করে বাড়তি পয়সা রোজগারের নেশা চাপে তাঁর৷ সে কারণেই এই কাজ৷ জেরার পরই হায়দরাবাদের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷

৩৬-২৪-৩৬ মাপের অধিকারী মেয়েরাই সেরা, শেখাচ্ছে পাঠ্যবই ]

The post বাড়তি উপার্জনের নেশা, স্ত্রীর সঙ্গে সঙ্গম ইন্টারনেটে LIVE যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার