সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুদের থেকে ঘটনা শুনে হকচকিয়ে গিয়েছিলেন মহিলা৷ স্বামীর সঙ্গে তাঁর সঙ্গম মুহূর্ত নাকি ছড়িয়ে পড়েছে বিভিন্ন ওয়েবসাইটে৷ তাঁর বন্ধুরই চোখে পড়েছে সেটি৷ কিন্তু কীভাবে তা সম্ভব? বেডরুমের দৃশ্য বাইরে গেলই বা কী করে! কোনও কুলকিনারা না পেয়ে আগেভাগে পুলিশে অভিযোগ জানিয়ে রেখেছিলেন ওই মহিলা৷ সেই কেঁচো খুঁড়তে গিয়েই এবার বেরিয়ে এল কেউটে৷ দেখা গেল, নাটের গুরু তাঁর স্বামীই৷
[ ‘আজাদি’ চাইলে কাশ্মীর ছাড়ো, জওয়ান নিগ্রহের প্রতিবাদে গম্ভীর ]
প্রথমে পুলিশ ওই ভিডিওর সন্ধান করে৷ আইপি অ্যাড্রেস খুঁজে খুঁজে একেবারে গোড়ায় পৌঁছন গোয়েন্দারা৷ জানা যায়, একটি পর্ন ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং হয়েছিল এই দৃশ্য৷ কী করে তা সম্ভব? সন্দেহ গড়ায় মহিলার স্বামীর দিকে৷ ওই যুবকের সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ব্যাঙ্ক ট্রানজাকশন, মেইল আইডি ইত্যাদি খতিয়ে দেখতে গিয়েই সন্দেহ আরও জোরদার হয়৷ এরপরই জিজ্ঞাসাবাদ করা হয় ওই মহিলার স্বামীকে৷ আর তাতেই উঠে আসে আসল সত্য৷ জেরার মুখে যুবকটি শিকার করে, বাড়তি টাকার জন্য সে তাদের সঙ্গমের দৃশ্য লাইভ স্ট্রিমিং করেছিল একটি পর্ন সাইটে৷ যুবকটি ও তাঁর স্ত্রী দুজনেই পেশায় ইঞ্জিনিয়ার৷ যদিও স্ত্রী এ বিষয় কিছুই জানতেন না৷ স্ত্রী যাতে ঘুণাক্ষরেও কিছু টের না পায় সে কারণে ল্যাপটপটি কায়দা করে রেখেছিল ওই যুবক৷ সামনে চলছিল একটি সিনেমা৷ সুতরাং স্ত্রীর কোনও সন্দেহও হয়নি৷ এমনভাবে ক্যামেরাটা রাখা ছিল যাতে তাঁর স্ত্রীকেই বেশি দেখা যায়৷ তার নিজের মুখ যাতে বেশি না দেখা যায় সে ব্যবস্থাও করে রেখেছিল সে৷
[ মেয়ের বিয়েতে দেড় কোটি টাকা পণ, আয়কর দপ্তরের নজরে চা-বিক্রেতা ]
জেরায় ওই যুবক আরও জানিয়েছে, ছোটবেলা থেকেই পর্ন ভিডিওতে আসক্ত ছিল সে৷ পরবর্তীকালেও সে স্বভাব যায়নি৷ অনেকগুলি পর্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি ছিল তার৷ কোথাও কোথাও নিজেকে মেল এসকর্ট হিসেবেও দেখিয়েছিল সে৷ এরপরই সঙ্গমের দৃশ্য লাইভ স্ট্রিমিং করে বাড়তি পয়সা রোজগারের নেশা চাপে তাঁর৷ সে কারণেই এই কাজ৷ জেরার পরই হায়দরাবাদের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷
[ ৩৬-২৪-৩৬ মাপের অধিকারী মেয়েরাই সেরা, শেখাচ্ছে পাঠ্যবই ]
The post বাড়তি উপার্জনের নেশা, স্ত্রীর সঙ্গে সঙ্গম ইন্টারনেটে LIVE যুবকের appeared first on Sangbad Pratidin.
