হেমন্ত মৈথিল, প্রয়াগরাজ: হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করেই মাঘ মেলার পুণ্যতিথিতে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সকালে প্রথা মেনে গঙ্গায় তিনটি ডুব দেন যোগী। এরপর মা গঙ্গার উদ্দেশে আরতি ও বিশেষ পুজোও সারেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গমে পুণ্যস্নান করেন ক্যাবিনেট মন্ত্রী স্বতন্ত্র দেব সিং এবং নন্দ গোপাল নন্দীও।
এ দিন মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়াগরাজ মেলা চত্বরে ছিল কড়া নিরাপত্তা। স্নান সেরে সটুয়া বাবার নৌকায় চড়ে সঙ্গম চত্বর পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। প্রায় ৩২ মিনিট তিনি নদীর তীরে অতিবাহিত করেন। এরপর তিনি লেটে হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। সটুয়া বাবার ক্যাম্পে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্বামী চিদানন্দ সরস্বতীসহ বিশিষ্ট সাধু-সন্তরা। সেখানে জগৎগুরু রামানন্দাচার্যের ৭২৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে সাধুদের সঙ্গেই মাটিতে বসে প্রসাদ গ্রহণ করেন যোগী।
প্রশাসন সূত্রের খবর, ৪৪ দিনের এই দীর্ঘ মাঘ মেলায় প্রতিদিন গড়ে প্রায় ১০ লক্ষ পুণ্যার্থী ভিড় করছেন। কনকনে ঠান্ডাতেও বালির চরে তাবু খাটিয়ে কল্পবাস করছেন হাজার হাজার ভক্ত। মুখ্যমন্ত্রী এ দিন সাধু-সন্তদের সঙ্গে কথা বলে মেলার সুযোগ-সুবিধা নিয়ে খোঁজখবর নেন। বিশেষ করে আসন্ন মকর সংক্রান্তি এবং মৌনী অমাবস্যার রাজকীয় স্নানের প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি।
যোগী আদিত্যনাথ জানান, প্রয়াগরাজের এই পবিত্র ভূমি বিচার, জ্ঞান এবং ন্যায়ের পীঠস্থান। মোদি সরকারের ‘নমামি গঙ্গে’ প্রকল্পের ফলে গঙ্গার জল এখন অনেক নির্মল। ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফরে মেলা প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়।
