সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচারকের হাতে খুন গৃহকর্ত্রী ও তাঁর পুত্র! বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির লাজপত নগরে। রুচিকা সেওয়ানি নামে ওই গৃহকর্ত্রী পরিচারকের ওপর চেঁচামেচি করেন, সেই রাগ থেকেই পরিচারক এমন কাজ করতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই মুকেশ নামে বিহারের বাসিন্দা ওই পরিচারককে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ বাড়ি ফেরেন রুচিকার স্বামী কুলদীপ। বাইরে থেকে একাধিকবার ডাকাডাকি করলেও কেউ সারা দেয়নি তাঁকে। এরপরেই বাড়ির মূল দরজার সামনে রক্ত পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠেন তিনি। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভাঙতেই মেঝের মধ্যে রুচিকার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপরেই বাথরুমে দশম শ্রেণির ছাত্র কৃষের দেহ পরে থাকতে দেখতে পাওয়া যায়। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এরই মধ্যে কুলদীপের বাড়ির পরিচারক দিল্লি ছেড়ে পালানোর চেষ্টা করে। যদিও শহর ছাড়ার আগেই তৎপরপতার সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে শুধুমাত্র চিৎকার-চেঁচামেচি করার জন্যই মুকেশ এমন ঘটনা ঘটিয়েছেন নাকি, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।
