shono
Advertisement
Uttar Pradesh

রেলের ওভারহেডের তারে ঝুলছে মানব ভ্রুণ! তুমুল চাঞ্চল্য যোগীরাজ্যে

কীভাবে সেটি ওখানে এল?
Published By: Subhodeep MullickPosted: 12:57 PM May 03, 2025Updated: 12:57 PM May 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলের ওভারহেড তারে মানব ভ্রুণ! শুক্রবার ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের শাজানওয়া রেল স্টেশনে। কিন্তু কীভাবে সেটি ওখানে এল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মাটি থেকে প্রায় ২০ ফুট উঁচুতে স্টেশনের ওভারহেড তারে এদিন মানব ভ্রুণটিকে ঝুলতে দেখেন স্থানীয়রা। এরপরই সেখানে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা। খবর দেওয়া হয় পুলিশে। ভ্রুণটিকে উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনায় আশ্চর্য হয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরাও।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্টেশনের আশপাশের কোনও বাড়ি থেকে ভ্রুণটিকে ছুড়ে ফেলা হয়ে থাকতে পারে। কিন্তু ওভারহেড তারে সেটি আটকে যায়। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জিতেন্দ্র শ্রীবাস্তব বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। শুধু তাই নয়, আশপাশের বাড়িগুলিতে গিয়েও জিজ্ঞাসাবাদ করছি। খুব শীঘ্রই আমরা এই ঘটনার কিনারা করব।”  

প্রসঙ্গত, একের পর এক ধর্ষণের ঘটনায় এমনিতেই প্রশ্নের মুখে যোগীরাজ্যের নিরাপত্তা। এই আবহে স্টেশনের ওভারহেড তারে মানব ভ্রুণ উদ্ধারকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রেলের ওভারহেড তারে মানব ভ্রুণ!
  • শুক্রবার ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের শাজানওয়া রেল স্টেশনে।
  • পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement