সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোস্টেলের বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হল এক ছাত্রের দেহ। বুধবার ঘটনাটি ঘটেছে আইআইটি দিল্লিতে। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে কলেজ কতৃপক্ষের তরফ থেকে থানায় যোগাযোগ করা হয়। জানানো হয়, বারবার ডাকাডাকি সত্ত্বেও হোস্টেলের এক ছাত্র কিছুতেই দরজা খুলছেন না। এরপরই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের আধিকারিকরা। অবশেষে দরজা ভেঙে ওই ছাত্রকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসকরা জানান, তাঁর মৃত্যু হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বায়ো-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়াকে মঙ্গলবার রাতে হোস্টেলে দেখা গিয়েছিল। কিন্তু তার পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁকে একাধিকবার ফোন করলেও কোনও উত্তর মেলেনি বলে জানিয়েছেন তাঁর সহপাঠীরা।
এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, "মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মেঝেতে বমি পড়েছিল। মনে করা হচ্ছে, স্বাস্থ্য সংক্রান্ত কোনও জটিলতার কারণেই তাঁর প্রাণ গিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তাঁর মৃত্যুর আসল কারণ জানা যাবে।" সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
