shono
Advertisement

জল নিয়ে গন্ডগোলের জের, ধুন্ধুমার বিহারের কোয়ারেন্টাইন সেন্টারে

বিহারে এখনও পর্যন্ত সাড়ে তিন লক্ষ মানুষকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। The post জল নিয়ে গন্ডগোলের জের, ধুন্ধুমার বিহারের কোয়ারেন্টাইন সেন্টারে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:20 AM May 17, 2020Updated: 10:20 AM May 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অব্যবস্থার অভিযোগ ছিল। সেই সঙ্গে পাওয়া যাচ্ছিল না পর্যাপ্ত জল। এই ঘটনার জেরে একটি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে থাকা আবাসিকদের নিজেদের মধ্যে তুমুল গন্ডগোল করতে দেখা গেল। ঘটনাটি ঘটেছে বিহারের রাজধানী পাটনা থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত সমস্তিপুর জেলার ফুলহারা শহরে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষয়টি প্রথমে কেউই জানতেন না। পরে ৬ মিনিটের একটি ভিডিও সামনে আসতেই এই ঘটনার কথা জানাজানি হয়। ভিডিওটিতে দেখা গিয়েছে, কমপক্ষে ১৫০ জন মানুষ জলের বালতি নিয়ে কোয়ারেন্টাইন সেন্টারের ভিতরে থাকা একটি মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সেখানে একটি জলের ট্যাঙ্কার আসার পরেই গন্ডগোল শুরু হয়। সামাজিক দূরত্বকে থোড়াই কেয়ার করে একে অপরের শরীরের উপর দিয়ে ঝাঁপিয়ে পড়ে জলের জন্য লড়াই করতে শুরু করেন। এমনকী কয়েকজন অন্যদের সঙ্গে হাতের বালতি নিয়ে মারামারিও করছেন। কোয়ারেন্টাইনে কোনও সুবিধা নেই বলে অভিযোগ করতেও দেখা গিয়েছে কাউকে কাউকে।

[আরও পড়ুন: একদিনে রেকর্ড বৃদ্ধি, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার পেরল]

বিহারের এখনও পর্যন্ত এক হাজারের বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অন্যদিকে প্রায় ৩.৫ লক্ষ মানুষকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার পাঠানো হয়েছে। এর জন্য ব্লক ও পঞ্চায়েত পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার খুলেছে সরকার। কিন্তু, সেই সব সেন্টারের বেশিরভাগগুলিতেই ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে অভিযোগ।

[আরও পড়ুন: ‘অসহনীয়! পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখে চোখে জল আসছে’, মন্তব্য মাদ্রাজ হাই কোর্টের]

The post জল নিয়ে গন্ডগোলের জের, ধুন্ধুমার বিহারের কোয়ারেন্টাইন সেন্টারে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement