shono
Advertisement

বিধানসভা ভোটে গুজরাটে ১৫০ আসন জয়ের লক্ষ্যে নামছেন অমিত শাহ

প্যাটেলরা মুখ ফেরানোয় নির্ণায়ক হয়ে উঠতে পারে আদিবাসী ভোট৷ The post বিধানসভা ভোটে গুজরাটে ১৫০ আসন জয়ের লক্ষ্যে নামছেন অমিত শাহ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:21 AM Jun 01, 2017Updated: 04:54 AM Jun 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গুজরাটের অন্তত ৪৮ হাজার বুথকে কেন্দ্র করে যত বেশি সংখ্যক সম্ভব মানুষের পৌঁছে যাবেন বিজেপি কর্মীরা৷ গুজরাটে আসন্ন নির্বাচনে ১৮২টির মধ্যে ১৫০টি আসন জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নামছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷

Advertisement

তাঁর সহজ ব্যাখ্যা, “নরেন্দ্রভাই যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন বিজেপি গুজরাটে ১২০টি আসন জিতেছে৷ এখন মোদি প্রধানমন্ত্রী, তাই ১৫০ আসন জেতা উচিত আমাদের৷” খাওয়া-ঘুম ভুলে এখন গুজরাতের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে যাচ্ছেন অমিত শাহ৷ চষে বেড়াচ্ছেন প্রতিটি বুথ, ঘনঘন বৈঠক করছেন বিজেপি কর্মীদের সঙ্গে৷ কংগ্রেসের শক্ত ঘাঁটি মধ্য গুজরাটের দেবালিয়া গ্রাম-সহ আদিবাসী অঞ্চলের দরজায় দরজায় ছুটে বেড়াচ্ছেন শাহ৷ বিজেপি কর্মীদের সতর্ক করে বলেছেন, “সব আসনে হেরে গেলেও এই দেবালিয়া কেন্দ্রে হারলে চলবে না৷ আপনাদের উদ্বুদ্ধ করতে আমি নিজে ছুটে এসেছি৷”

বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র মাস ছ’য়েক৷ দলীয় প্রচারের জন্য কৌশলগত কারণে আদিবাসী অধ্যুষিত অঞ্চলকেই বেছে নিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ যে প্যাটেলদের সমর্থন একসময় বিজেপি পেয়ে এসেছে, তাঁরাই এখন কর্মস্থল ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের দাবিতে সরব হয়ে শাসক দলের মাথাব্যথা বাড়িয়ে তুলেছেন৷ এই পরিস্থিতিতে ১৫ শতাংশ আদিবাসী ভোট নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ৷ ২৭টি বিধানসভা কেন্দ্রে আদিবাসী ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন তাঁরা৷

The post বিধানসভা ভোটে গুজরাটে ১৫০ আসন জয়ের লক্ষ্যে নামছেন অমিত শাহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement