সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের পুলিশের সাইবার শাখার উচ্চপদস্থ আধিকারিক। তাঁকে ফাঁদে সর্বস্ব লুট করল প্রতারকেরা! ভুয়ো অনলাইন ট্রেডিংয়ের জালে পা দিয়ে তেলঙ্গানার বছর পয়তাল্লিশের সেই অফিসার খোয়ালেন ৪০ লাখ টাকা!
প্রতারণার শিকার হয়ে রচাকোন্দা জেলা পুলিশের সাইবার শাখায় অভিযোগ করেছেন ওই আধিকারিক। ঘটনাচক্রে এই সাইবার শাখাতেই তিনি কর্মরত। অভিযোগ ওই অফিসার জানিয়েছেন, চলতি বছরের ২৪ নভেম্বর একটি হোয়াট্সঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছিলেন তিনি। হোয়াট্সঅ্যাপ গ্রুপটির নাম ছিল 'স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম: দেব এক টিম ১৩'। ওই গ্রুপে অন্তত ১০০ জন সদস্য ছিলেন। তাঁরা দাবি করতেন, অনলাইন ট্রেডিং করে তাঁরা প্রচুর টাকা রোজগার করছেন। ট্রেডিং অ্যাপে টাকা রোজগারের স্ক্রিনশটও গ্রুপে পোস্ট করতেন তাঁরা। সে সব দেখেই ওই অফিসারও ট্রেডিং শুরু করেন। 'ম্যাভেরিক' নামে একটি অ্যাপও ডাউনলোড করেছিলেন তিনি। আর সেখানেই প্রতারিত হতে হয় তাঁকে।
অফিসার জানান, ওই ট্রেডিং অ্যাপটি প্রথম দিকে অল্প অল্প টাকা বিনিয়োগ করতেন। তাতে দেখেন, ভালো মুনাফা হচ্ছে। এর পর থেকেই ধাপে ধাপে কখনও ৪ লাখ, কখনও ৫ লাখ টাকা করে বিনিয়োগ করা শুরু করেন তিনি। ১৪ কিস্তিতে সব মিলিয়ে ৪০ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন ওই অফিসার। এর পর গত ১৬ ডিসেম্বর তিনি অ্যাপে জমা হওয়া টাকা তুলতে গিয়ে দেখেন, টাকা তোলা যাচ্ছে না। এ ব্যাপারে অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। এর পরেই তিনি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। অফিসারের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইন এবং বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
