shono
Advertisement
Uttarakhand

ছাত্রকে চড়, প্রতিশোধ নিতে শিক্ষকের উপর গুলি চালাল নবম শ্রেণির ছাত্র!

শিক্ষক গঙ্গনদীপ সিং কোহলির শারীরিক অবস্থা স্থিতিশীল।
Published By: Biswadip DeyPosted: 05:18 PM Aug 21, 2025Updated: 05:18 PM Aug 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্রকে চড় মারায় শিক্ষককে বন্দুক নিয়ে তাড়া! সম্প্রতি বাংলার বুকেই ঝাড়গ্রামে ঘটে গিয়েছিল এমনই ঘটনা। তার চেয়েও বড় ঘটনা ঘটল এবার উত্তরাখণ্ডে। শিক্ষক গুলি করল নবম শ্রেণীর ছাত্র। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ওই শিক্ষক।

Advertisement

জানা যাচ্ছে, আহত শিক্ষকের নাম গঙ্গনদীপ সিং কোহলি। উত্তরাখণ্ডের উধম সিং জেলার একটি স্কুলে তিনি পদার্থবিদ্যার শিক্ষক। সম্প্রতি স্কুলের এক ছাত্রকে ওই শিক্ষক চড় মারেন । প্রতিশোধ নিতে বুধবার সেই ছাত্র টিফিন বক্সের ভিতরে পিস্তল নিয়ে আসে। এবং গঙ্গনদীপকে পিছন থেকে গুলি চালায়। গুলি তাঁর পিঠ দিয়ে ঢুকে গলায় আটকে যায়। আহত শিক্ষককে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জরুরি অস্ত্রোপচার করা হয়। দায়িত্বে থাকা চিকিৎসক ময়ঙ্ক আগরওয়াল জানিয়েছেন যে অস্ত্রোপচারে গুলি বের করতে সফল হয়েছেন তাঁরা।  শিক্ষক গঙ্গনদীপ সিং কোহলির শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণের জন্য আইসিইউ-তে স্থানান্তরিত করা হতে পারে।

পুলিশ সূত্রে খবর, সমার্থ বাজওয়া নামের ওই ছাত্র টিফিন বক্সে লুকিয়ে পিস্তল নিয়ে স্কুলে আসে। টিফিন টাইমে যখন গঙ্গনদীপ সিং কোহলি শ্রেণিকক্ষ থেকে বের হচ্ছিলেন, তখন অভিযুক্ত ছাত্র অস্ত্রটি বের করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গুলি চালানোর পর ছাত্রটি পালানোর চেষ্টা করে কিন্তু অন্যান্য শিক্ষকরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১০৯ ধারায় ওই নাবালক ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পাশাপাশি নবম শ্রেণির ওই ছাত্র কী ভাবে অস্ত্র সংগ্রহ করল তাও খতিয়ে দেখা হচ্ছে। পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোজা শিক্ষককে বন্দুক তাক করে গুলি চালাল নবম শ্রেণীর ছাত্র। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ওই শিক্ষক।
  • সম্প্রতি স্কুলের এক ছাত্রকে ওই শিক্ষক চড় মারেন । প্রতিশোধ নিতে বুধবার সেই ছাত্র টিফিন বক্সের ভিতরে পিস্তল নিয়ে আসে।
  • গঙ্গনদীপকে পিছন থেকে গুলি চালায়। গুলি তাঁর পিঠ দিয়ে ঢুকে গলায় আটকে যায়।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার