সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবড়ো-খেবড়ো মাঠে ফুটবল খেলছেন কয়েকজন। পরনে সবুজ জার্সি। বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁদের হাতে রয়েছে স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল। সেটা নিয়েই ফুটবল চলছে মণিপুরে। গোল করলে রাইফেল উঠিয়ে উল্লাস। উত্তপ্ত মণিপুরের এরকম একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
ভিডিও সূত্রে অনুমান করা হচ্ছে ঘটনাটি মণিপুরের কাংপোকপি জেলার। কয়েকদিন আগের ঘটনা হলেও, তা সম্প্রতি নজরে পড়েছে। যেখানে দেখা যায়, কয়েকজন AK ও আমেরিকার তৈরি M সিরিজের রাইফেল নিয়ে ফুটবল খেলছেন। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩০ কিলোমিটার দূরের গামনোমফাই গ্রামের ঘটনা বলে অনুমান। যিনি ভিডিওটি পোস্ট করেছেন, তাঁর নাম দেখে মনে করা হচ্ছে কুকি সম্প্রদায়ের লোক। পরে অবশ্য সেই ভিডিওটি মুছে দেন এবং বন্দুকের অংশগুলো বাদ দিয়ে শুধু ফুটবল ম্যাচের ভিডিও পোস্ট করেন।
ভিডিওতে লেখাও রয়েছে 'কুকিল্যান্ড'। তাঁদের পরনের পোশাকের লোগো দেখে মনে করা হচ্ছে, এঁরা কুকি ন্যাশনাল ফ্রন্ট (পি)-র সদস্য। অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরার নিন্দা করেছে মেইতেইদের সংগঠন। মুখ্যমন্ত্রী বীরেন সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে এই ঘটনার তদন্তের আবেদন করা হয়েছে। তাদের প্রশ্ন, 'এটা কি ফুটবল টুর্নামেন্ট নাকি কুকি জঙ্গিদের দাপট? ফুটবলের নামে এভাবে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরা রীতিমতো উদ্বেগজনক।'
উল্লেখ্য, ২০২৩-এ মণিপুর হিংসার পর সেনাবাহিনীর অস্ত্র লুট করে সেখানকার উগ্রপন্থীরা। সেই অস্ত্র দিয়েই বেলাগাম হিংসা চলেছে উত্তর-পূর্বের এই রাজ্যে। কুকি ও মেইতেই, দুপক্ষই অস্ত্রসহ ছবি-ভিডিও পোস্ট করে শক্তি প্রদর্শনের বার্তা দিয়েছে। সেখানে স্বয়ংক্রিয় রাইফেল থেকে সেনাবাহিনীর গ্রেনেড লঞ্চারের কয়েকশো ভিডিও প্রকাশ্যে এসেছে। হিংসার ঘটনার প্রায় দুবছর পরও যে তার প্রবণতা কমেনি, তা ফুটবল মাঠের ভিডিও দেখে অনুমান করা হচ্ছে।
