shono
Advertisement

পেট্রল-ডিজেলের দিন শেষ, এবার বিদ্যুতেই চলবে সব গাড়ি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রল-ডিজেল চালিত গাড়িতে ইতি টেনে এবার গোটা দেশে বিদ্যুতেই গাড়ি চালানোর ভাবনা কেন্দ্রের৷ ২০৩০-এর মধ্যে দেশে আর একটিও গাড়িতে যাতে পেট্রল বা ডিজেল ব্যবহার করা না হয়, সে পরিকল্পনা নেওয়া হচ্ছে এখন থেকেই৷ [ এখন কেমন আছেন অভিনেতা বিক্রম?  ] পেট্রোপণ্যের সঙ্কটে গোটা দুনিয়াই বিকল্প শক্তির উৎসের দিকে ঝুঁকছে৷ ভারতও তার ব্যতিক্রম নয়৷ একাধিকবার […] The post পেট্রল-ডিজেলের দিন শেষ, এবার বিদ্যুতেই চলবে সব গাড়ি! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:31 AM Apr 30, 2017Updated: 06:04 AM Apr 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রল-ডিজেল চালিত গাড়িতে ইতি টেনে এবার গোটা দেশে বিদ্যুতেই গাড়ি চালানোর ভাবনা কেন্দ্রের৷ ২০৩০-এর মধ্যে দেশে আর একটিও গাড়িতে যাতে পেট্রল বা ডিজেল ব্যবহার করা না হয়, সে পরিকল্পনা নেওয়া হচ্ছে এখন থেকেই৷

Advertisement

এখন কেমন আছেন অভিনেতা বিক্রম?  ]

পেট্রোপণ্যের সঙ্কটে গোটা দুনিয়াই বিকল্প শক্তির উৎসের দিকে ঝুঁকছে৷ ভারতও তার ব্যতিক্রম নয়৷ একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌরশক্তি ব্যবহারের উপর জোর দিয়েছেন৷ এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে পেট্রপণ্যের দাম ওঠা-নামাও দেশে নিরন্তর এক সমস্যার বিষয়৷ অন্যদিকে পাম্পগুলির বিভিন্ন দাবি-দাওয়া ধর্মঘটের হুমকি তো লেগেই আছে৷ সমস্যা সমাধানে পেট্রল-ডিজেলও হোম ডেলিভারি দেওয়ার কথা ভেবেছিল কেন্দ্র৷ তবে এবার এ পালা চুকিয়ে বিদ্যুতেই সমস্ত গাড়ি চালানোর ভাবনা৷ বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল এক অনুষ্ঠানে জানিয়েছেন, ইলেক্ট্রিক ভেহিকেল দেশে চালু করা হবে বেশ বড় মাত্রায়৷ ২০৩০-এর মধ্যে যাতে আর একটিও পেট্রল-ডিজেল চালিত গাড়ি বিক্রি না হয়, সে পরিকল্পনা নিয়েই এখন থেকে এগনো হবে৷ এতে পেট্রপণ্যের বিলও কমবে অনেকটাই৷

EVM মানে  ‘Every Vote Modi’,  কেজরিকে কড়া জবাব যোগীর ]

ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রিকে সরকার প্রাথমিকভাবে সাহায্য করবে এমনটাই মত বিদ্যুৎমন্ত্রীর৷ খানিকটা স্থায়িত্ব দিতে পারলেই এই শিল্প গতি পাবে ও দেশকে গতিশীল করে তুলতে পারবে বলেই তাঁর বিশ্বাস৷ নীতি আয়োগের সঙ্গে ভারী শিল্প মন্ত্রক এ ব্যাপারে প্রয়োজনীয় কথাবার্তা বলছে বলেও জানান তিনি৷ তবে এতদিনের সংস্কার যে একেবারে যাওয়ার নয়, সে কথাও তিনি জানেন৷ তাই তাঁর ভরসা, যদি দাম কম বা সাধ্যের মধ্যে রাখা যায়, তবে মানুষ পেট্রল-ডিজেল ছেড়ে ইলেকট্রিক ভেহিকেলের দিকেই ঝুঁকবে৷ আগামী এক দশকে যে এতে দেশের পরিবহণের চিত্রটি অনেকটাই বদলে যাবে মন্ত্রীর কথাতেই সে ইঙ্গিত মিলছে৷ আপাতত টার্গেট নেওয়া হয়েছে ২০৩০৷ মন্ত্রীর আশা, তার মধ্যেই গোটা দেশে শুধু ইলেকট্রিক ভেহিকেলই চলবে৷ ইতি পড়বে পেট্রল বা ডিজেল চালিত গাড়িতে৷

[ বন্ধ হোক তিন তালাক, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া মৌলবিদেরও ]

 

The post পেট্রল-ডিজেলের দিন শেষ, এবার বিদ্যুতেই চলবে সব গাড়ি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার