shono
Advertisement

Breaking News

India Attack on Pakistan

জঙ্গিদমন না করে পিঠ বাঁচাতে ব্যস্ত! পাকিস্তানকে শিক্ষা দিতেই অপারেশন সিঁদুর, হুঙ্কার মিসরির

পহেলগাঁওয়ে হামলার পরেও জঙ্গি দমনের কোনও চেষ্টা করেনি পাকিস্তান।
Published By: Anwesha AdhikaryPosted: 11:09 AM May 07, 2025Updated: 01:29 PM May 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে হামলার পরেও জঙ্গি দমনের কোনও চেষ্টা করেনি পাকিস্তান। উলটে জঙ্গিদের পিঠ বাঁচাতে ব্য়স্ত ইসলামাবাদ। সেই কারণেই পহেলগাঁও হামলার ১৫ দিন পরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি দমন অভিযান চালিয়েছে ভারতের তিন বাহিনী। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর সাংবাদিক বৈঠকে এই কথাই জানালেন বিদেশ সচিব বিক্রম মিসরি।

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা (Indian Attack on Pakistan)। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৫ মিনিটের অপারেশনের পর বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব। 

তিনি স্পষ্ট বলেন, নাশকতার আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছিল কাশ্মীর। সেখানকার অর্থনীতির মূল ভিত্তি পর্যটন। কাশ্মীরের পর্যটনকে চাঙ্গা করে গত বছরে দু'কোটিরও বেশি মানুষ ভূস্বর্গে গিয়েছিলেন। কিন্তু কাশ্মীরের এই বিকাশকে রুখে দিয়ে নাশকতার বীজ পুঁততে চেয়েছিল পাকিস্তান। তাই বেছে বেছে পর্যটকদের উপর হামলা হয়েছে। শুধু তাই নয়, জঙ্গিরা সাফ জানিয়েছে এই হামলার খবর যেন প্রধানমন্ত্রীর কানে পৌঁছয়। হামলার দায় নেয় লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যাদের বাঁচাতে বারবার আন্তর্জাতিক মহলে সক্রিয় হয়েছে পাকিস্তান। 

মিসরির কথায়, পহেলগাঁও হামলার পরে বারবার জঙ্গিদমনের বার্তা দিয়েছে গোটা বিশ্ব। তা সত্ত্বেও পাকিস্তানের টনক নড়েনি। জঙ্গিদমনের কোনও পদক্ষেপ করা হয়নি ইসলামাবাদের তরফে। তাই ভার‍ত নিজেকে রক্ষার জন্য পদক্ষেপ করেছে। এই প্রসঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতির উল্লেখ করেন বিদেশ সচিব। পহেলগাঁও হামলার পরেই জারি হওয়া এই বিবৃতিতে বলা হয়েছিল, এই হামলার নেপথ্যে থাকা চালিকাশক্তিকে আটকানো দরকার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। সেই বিবৃতি অনুসারেই পদক্ষেপ করেছে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের ঘাঁটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা।
  • নাশকতার আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছিল কাশ্মীর। সেখানকার অর্থনীতির মূল ভিত্তি পর্যটন।
  • পহেলগাঁও হামলার পরে বারবার জঙ্গিদমনের বার্তা দিয়েছে গোটা বিশ্ব। তা সত্ত্বেও পাকিস্তানের টনক নড়েনি।
Advertisement