shono
Advertisement
Pahalgam terror attack

পহেলগাঁও হামলার জেরে বন্ধ ভারত-পাক বাণিজ্য, বাড়তে পারে যে সব জিনিসের দাম

পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ইতিমধ্য়েই ঘোষণা করেছে ভারত সরকার।
Published By: Gopi Krishna SamantaPosted: 04:28 PM Apr 26, 2025Updated: 04:28 PM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিনি সুইজারল্যান্ড বলে পরিচিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হয়েছেন ২৬ জন। গত ২২ এপ্রিল ঘটে যাওয়া এই ঘটনার পরেই দেশজুড়ে প্রতিবাদে সরব সাধারণ মানুষ থেকে নেতানেত্রী। বিদেশের মাটিতেও এই ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে। সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার।

Advertisement

পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বণ্টন চুক্তি, ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বন্ধ, বর্তমানে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়া-সহ একাধিক নির্দেশ দেওয়া হয়। এরপরই ফুঁসে ওঠে পাকিস্তান। তারাও পালটা দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ, শিমলা চুক্তি বাতিল-সহ একাধিক সিদ্ধান্তের কথা জানায়।

এরপরই পাকিস্তান থেকে ভারতে আমদানি করা বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক ঊর্ধ্বমুখী হতে পারে কোন কোন জিনিসের দাম?

১. শুকনো ফল- ভারতের বাজারে বিক্রি হওয়া খেজুরের একটা বড় অংশ আসে পাকিস্তান থেকে। দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ হওয়ার ফলে এই ফলের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে।
২. সন্ধক লবণ- সন্ধক লবণের বেশিরভাগ আসে পাকিস্তান থেকে। এর ফলে এর দামও বাড়বে বলে মনে করা হচ্ছে।
৩. চশমার লেন্স- পাকিস্তান থেকে আমদানি করা দামি চশমার লেন্সের দাম বাড়তে পারে।
৪. অন্যান্য পণ্য- মূলতানি মাটি, তুলো, ইস্পাত, চামড়ার পণ্য-সহ আরও বেশ কিছু জিনিসে দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মিনি সুইজারল্যান্ড বলে পরিচিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হয়েছেন ২৬ জন পর্যটক।
  • গত ২২ এপ্রিল ঘটে যাওয়া এই ঘটনার পরেই দেশজুড়ে প্রতিবাদে সরব হন সাধারণ মানুষ থেকে নেতা-নেত্রী সকলে।
  • পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বণ্টন চুক্তি, ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বন্ধ, বর্তমানে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়া-সহ একাধিক নির্দেশ দেওয়া হয়।
Advertisement