shono
Advertisement
India Pakistan Tensions

জম্মুতে হামলার চেষ্টা রুখল ভারত, 'ভূপতিত' ৮ পাক মিসাইল, পাঞ্জাবে গোলাবর্ষণ পাক সেনার

পাঞ্জাবের পাঠানকোট সংলগ্ন অঞ্চলে নতুন করে গোলাবর্ষণ শুরু করেছে পাক সেনা।
Published By: Anwesha AdhikaryPosted: 09:13 PM May 08, 2025Updated: 11:24 PM May 08, 2025

সোমনাথ রায়, শ্রীনগর: পরপর দু'দিন। রাতের আঁধারে নির্লজ্জের মতো ভারতে হামলা চালাল পাকিস্তান। বুধবারের পর বৃহস্পতিবারও দেশের একাধিক এলাকা লক্ষ্য করে মিসাইল ছুড়ল পাক সেনা। তবে তাদের এই নাশকতার উদ্দেশ্য আবারও ব্যর্থ করেছে ভার‍ত। 'শত্রু' পাকিস্তানের আটটি মিসাইল আটকে দিয়েছে ভারতের এস-৪০০ সিস্টেম।

Advertisement

বুধবার রাতে সীমান্তবর্তী ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে পাকিস্তান। এই শহরগুলির মধ্যে রয়েছে অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, চণ্ডীগড়, ভাতিণ্ডা, নাল, ফালোড়ি, উত্তারলাই এবং ভূজ। সেই আক্রমণ অবশ্য রুখে দিয়েছে ভারত। এছাড়াও সীমান্তবর্তী কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, রাজৌরিতে পাকিস্তানি সেনা নির্বিচারে হামলা চালিয়েছে। ১৬ জনের মৃত্যু হয়েছে এই হামলায়। তার পালটা দিয়েছে ভারত। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভারত লাহোরে এমন হামলা চালানোর পরই রাতের বেলা পালটা দেওয়ার চেষ্টা পাকিস্তানের। সূত্রের খবর, জম্মু বিমানবন্দর এবং সামবা, আর এস পুরা, আরনিয়া-সহ একাধিক এলাকা লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন ছোড়ে পাকিস্তান। তবে ভারতের মাটিতে আছড়ে পড়ার আগেই সেগুলি নিস্ক্রিয় করে দেয় এস-৪০০ সিস্টেম বা সুদর্শন চক্র। পরে দুটি পাক ড্রোন গুলি করে নামানো হয় জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছে।

তবে মিসাইল হামলা শুরু হতেই ব্ল্যাকআউট হয়ে যায় গোটা জম্মু। কাশ্মীরের অন্যান্য এলাকা অর্থাৎ কুপওয়ারা, রাজৌরিতেও বেশ কিছু জায়গায় আলো নিভিয়ে দেওয়া হয়েছে। বিরাট এলাকাজুড়ে বাজছে সাইরেন। ব্যাহত মোবাইল নেটওয়ার্ক। জম্মুর বেশ কিছু এলাকায় বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে মিসাইল হামলার সময়ে। অন্যদিকে, পাঞ্জাবের পাঠানকোট সংলগ্ন অঞ্চলে নতুন করে গোলাবর্ষণ শুরু করেছে পাক সেনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার রাতে সীমান্তবর্তী ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে পাকিস্তান।
  • বৃহস্পতিবার সকালে ভারত লাহোরে এমন হামলা চালানোর পরই রাতের বেলা পালটা দেওয়ার চেষ্টা পাকিস্তানের।
  • জম্মুর বেশ কিছু এলাকায় বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে মিসাইল হামলার সময়ে।
Advertisement