shono
Advertisement

বৃহৎ অর্থনীতির মধ্যে দ্রুততম বৃদ্ধি ভারতেরই, সিলমোহর রাষ্ট্রসংঘের রিপোর্টে

ভারতের তুলনায় পিছিয়ে পড়ছে চিন।
Posted: 01:35 PM Jan 05, 2024Updated: 01:57 PM Jan 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহৎ অর্থনীতিগুলির (Large Economy) মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে এগোচ্ছে ভারত। মোদি সরকারের দাবিতেই সিলমোহর দিল রাষ্ট্রসংঘ। বিশ্বের আর্থিক পরিস্থিতি এবং সম্ভাবনা ২০২৪ শীর্ষক এক রিপোর্টে রাষ্ট্রসংঘ জানিয়েছে, ২০২৪ অর্থবর্ষেও বড় অর্থনীতিগুলির মধ্যে বৃদ্ধির নিরিখে ভারতই দ্রুততম হতে চলেছে।

Advertisement

রাষ্ট্রসংঘের (UN) রিপোর্ট বলছে, ২০২৪ সালে ভারতের সার্বিক বৃদ্ধির হার অর্থাৎ জিডিপি (GDP) বৃদ্ধির হার হতে চলেছে ৬.২ শতাংশ। যদিও এই হার ২০২৩ সালের থেকে সামান্য কম। ২০২৩ সালে ভারতের আর্থিক বৃদ্ধি হয়েছে ৬.৩ শতাংশ হারে। ওয়াকিবহাল মহলের মতে, নির্মাণ থেকে খনন কিংবা পরিষেবা ক্ষেত্রে ভালো পারফরম্যান্সেই এই সাফল্য বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে উপভোক্তার চাহিদা বৃদ্ধি কিংবা পরিষেবা ক্ষেত্রে চাহিদার মতো নানা ইস্যুও উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করেছে বলেই মত বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, পালিয়ে প্রাণে বাঁচলেন জওয়ানরা!]

করোনার জেরে ভারতের আর্থিক বৃদ্ধি থমকে যাবে বলেই মত প্রকাশ করছিলেন কোনও কোনও অর্থনীতিবিদ। কিছু সমীক্ষার ফলাফলেও সে ইঙ্গিত মিলছিল। যদিও রাষ্ট্রসংঘের (United Nations) এই সমীক্ষা কিন্তু সে ধারণার সঙ্গে ভিন্নমত পোষণ করছে। জানা যাচ্ছে, উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারতেরই আর্থিক বৃ্দ্ধি দ্রুততম। অন্য বড় অর্থনীতিগুলি করোনার ধাক্কা এখনও সামলাতে পারেনি। চিনও এ বছর বিনিয়োগ ও পরিকাঠামো ক্ষেত্রে ভালোমতো ধাক্কা খেয়েছে।

[আরও পড়ুন: দিনেদুপুরে প্রকাশ্যে শুটআউট কামারহাটিতে, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি]

২০২৩ সালে গোটা বিশ্বের উপরই মন্দার আশঙ্কা ছিল। সেই আশঙ্কা কেটেছে। তবে বিশ্বের সার্বিক বৃদ্ধির হার এখনই বাড়ছে না। ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের সার্বিক আর্থিক বৃদ্ধি হতে পারে ২.৭০ শতাংশ, পূর্বাভাস দিচ্ছে রাষ্ট্রসংঘ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement