shono
Advertisement
Arunachal Pradesh

'কাল্পনিক নাম দিলেও অরুণাচল ভারতেরই', চিনের দখলদারি নিয়ে তোপ নয়াদিল্লির

ভারতের ২৭টি জায়গার নতুন নাম দিয়েছে চিনের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।
Published By: Anwesha AdhikaryPosted: 01:59 PM May 14, 2025Updated: 01:59 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অরুণাচল প্রদেশের একাধিক এলাকার নামকরণ করল চিন। ভারতের ২৭টি জায়গার নতুন নাম দিয়ে একটি বিবৃতি জারি করেছে চিনের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এহেন পদক্ষেপের তীব্র বিরোধিতা করে পালটা বিবৃতি জারি করেছে ভারত। মঙ্গলবার বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।

Advertisement

গত ১২ মে চিনের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়, অরুণাচল প্রদেশের ২৭টি অঞ্চলের নতুন নামকরণ করেছে তারা। উল্লেখ্য়, দীর্ঘদিন ধরেই অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। চিনের একাধিক মানচিত্রে অরুণাচল প্রদেশকে জ্যাংনান অর্থাৎ তিব্বতের দক্ষিণ অংশ বলে দেখানো হয়। সেই জঘন্য পদক্ষেপ আরও একবার করেছে চিন।

বেজিংয়ের জঘন্য় ষড়যন্ত্রের পরেই সুর চড়িয়েছে ভারত। মঙ্গলবার বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "ভারতের রাজ্য অরুণাচল প্রদেশের নামকরণের ব্যর্থ এবং অযৌক্তিক চেষ্টা করছে চিন, সেটা আমরা খেয়াল করেছি। আমাদের বরাবরের যা নীতি, সেই অনুযায়ীই আমরা চিনের এই প্রচেষ্টা নস্যাৎ করছি। চিন যতই বানিয়ে বানিয়ে নামকরণ করুক, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।"

উল্লেখ্য, গত বছরেই অরুণাচল প্রদেশের তিরিশ জায়গার চিনা নাম রাখা হয়। বেজিংয়ের সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২টি আবাসিক এলাকা, ১১টি পাহাড়, চারটি নদী, একটি সুড়ঙ্গ ও দুটি খালি এলাকার চৈনিক নামকরণ করা হয়েছে। এই ঘটনায় ভারতীয় বিদেশমন্ত্রকের প্রতিক্রিয়া, নির্বোধের মতো কাজ করেছে চিন। নতুন নামকরণ করলেও বাস্তবটা বদলে যাবে না। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে আর থাকবে। বেজিংয়ের এই পদক্ষেপ করা নিন্দা করছে ভারত। তারপরেও অরুণাচলকে নিজেদের অংশ বলেই লাগাতার দাবি করে যাচ্ছে চিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ১২ মে চিনের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়, অরুণাচল প্রদেশের ২৭টি অঞ্চলের নতুন নামকরণ করেছে তারা।
  • বেজিংয়ের জঘন্য় ষড়যন্ত্রের পরেই সুর চড়িয়েছে ভারত।
  • গত বছরেই অরুণাচল প্রদেশের তিরিশ জায়গার চিনা নাম রাখা হয়।
Advertisement