shono
Advertisement
Pakistani Hindus

পাক হিন্দুদের জন্য খোলা ভারতের দরজা, বাতিল হচ্ছে না দীর্ঘমেয়াদি ভিসা, জানাল দিল্লি

মুসলিমদের জন্য ভিসা বাতিল, হিন্দুদের জন্য নয়।
Published By: Subhajit MandalPosted: 09:17 AM Apr 25, 2025Updated: 10:01 AM Apr 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিমদের জন্য বাতিল, হিন্দুদের জন্য নয়। পহেলগাঁও হামলার জেরে পাক নাগরিকদের ভিসা বাতিলের যে ঘোষণা নয়াদিল্লি করেছিল, তাতে ছাড় পাবেন পাকিস্তানি হিন্দুরা। যেসব পাকিস্তানি হিন্দুরা দীর্ঘমেয়াদি ভিসায় ভারতে রয়েছেন তাঁদের ভিসা বাতিল হবে না। স্পষ্ট করে দিল নয়াদিল্লি।

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ। নয়াদিল্লির তরফে হামলার পরদিনই ঘোষণা করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভারতে প্রবেশও নিষিদ্ধ ঘোষণা করে ভারত। পাকিস্তানে অবস্থিত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও দেশে ফেরানো হবে। ভারতে বর্তমানে যেসমস্ত পাকিস্তানিরা রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে। সেই সঙ্গে ঘোষণা করে দেওয়া হয়, আগামী দিনে আর কোনও পাক নাগরিক ভারতের ভিসা পাবে না। এমনকী সার্ক দেশভুক্ত দেশগুলিকে যে বিশেষ ‘এসভিইএস’ ভিসা দেওয়া হয় সেটাও বাতিল করা হবে।

কিন্তু বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল, পাকিস্তানি হিন্দুরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না। পাক হিন্দুদের জন্য যে দীর্ঘমেয়াদি ভিসা ভারত ইস্যু করে, সেটা আগামী দিনেও চলবে। অর্থাৎ হিন্দুদের জন্য ভারতের দরজা খোলা। ঘটনাচক্রে, নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক করার পর পালটা পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করেছে। ওয়াঘার ওপার থেকেও ভারতীয়দের জন্য ভিসা বাতিলের সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তান হিন্দুদের জন্য ভিসা বাতিল করলেও শিখ পুণ্যার্থীদের জন্য ভিসায় ছাড় দিয়েছে। তারপরই নয়াদিল্লি জানাল, ভারতও হিন্দুদের দীর্ঘমেয়াদি ভিসায় ছাড় দেবে।

এদিকে পাক নাগরিকদের মধ্যে যারা মেডিক্যাল ভিসায় এ দেশে রয়েছেন, তাঁদের দেশ ছাড়ার ডেডলাইনও ঠিক করে দিয়েছে নয়াদিল্লি। আগামী ২৯ এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে তাঁদেরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও হামলার জেরে পাক নাগরিকদের ভিসা বাতিলের যে ঘোষণা নয়াদিল্লি করেছিল, তাতে ছাড় পাবেন পাকিস্তানি হিন্দুরা।
  • যেসব পাকিস্তানি হিন্দুরা দীর্ঘমেয়াদি ভিসায় ভারতে রয়েছেন তাঁদের ভিসা বাতিল হবে না।
  • পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ।
Advertisement