সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক সময়ে সমাজ মাধ্যমের ব্যবহার নিয়ে সমস্যায় পড়েছেন বহু আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষ। সমাজমাধ্যমের পাতায় লুকিয়ে দেশবিরোধী কার্যকলাপ। সেই কুপ্রভাব থেকে সেনাবাহিনীকে বাঁচাতে এল নতুন নিয়ম। নতুন নিয়মে সেনাকর্মীরা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন, দেখতে পাবেন পোস্ট কিন্তু সেখানে কোনও কমেন্ট, লাইক বা অন্য কিছু করতে পারবেন না তাঁরা।
সংশোধিত নির্দেশিকায়, সেনাকর্মীরা শুধুমাত্র তথ্য জানার জন্য ইনস্টাগ্রামে কন্টেন্ট দেখতে পারবেন। কিন্তু এই প্ল্যাটফর্মে পোস্ট, মন্তব্য, শেয়ার, প্রতিক্রিয়া বা বার্তা পাঠানো এখনও নিষিদ্ধ। সেনাবাহিনীর অনুমোদন করা এই অ্যাক্সেসকে 'প্যাসিভ অংশগ্রহণ' হিসাবে বর্ণনা করেছে। বাহিনীর তরফে স্পষ্ট করে দেওয়া কন্টেন্ট দেখা বাদে অন্য কোনও ধরণের অংশগ্রহণের অনুমোদন নেই।
নতুন নির্দেশিকায় নির্দিষ্টভাবে বলা হয়েছে ইনস্টাগ্রামের মাধ্যমে বাহিনীর কর্মীরা নিজেদের ব্যক্তিগত কোনও তথ্য পোস্ট করতে পারবেন না। পাশাপাশি কোনও বিষয়ে প্রতিক্রিয়া জানানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি, সমাজ মাধ্যম থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন ব্যবহারকারীরা। ইনস্টাগ্রামের পাশাপাশি, ইউটিউব এবং এক্স এর মত অন্যান্য সমাজ মাধ্যম ব্যবহারের উপরেও একই নিষেধাজ্ঞা লাগু রয়েছে।
সমাজমাধ্যম ব্যবহারের বিষয়ে নির্দেশকা নতুন নয়। এর আগেও বহুবার এমন নির্দেশিকা দেওয়া হয়েছ। অতীতে বেশ কিছু ক্ষেত্রে বিদেশী চরদের 'হানি ট্র্যাপে'র শিকার হয়েছে বহু সেনাকর্মী। সেই সমস্যার হাত থেকে বাহিনীকে বাঁচিয়ে তাঁদের মধ্যে সমাজমাধ্যম সম্পর্কে ধারণা তৈরি করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
সামরিক গোয়েন্দা ডিরেকটরেটের (ডিজিএমআই) শাখার মাধ্যমে সেনাবাহিনীর সদর দপ্তর এই নির্দেশিকা জারি করেছে। পুরনো সোশ্যাল মিডিয়া নির্দেশিকাগুলি আপডেট করা হয়েছে যাতে ইনস্টাগ্রামকে সীমাবদ্ধ-ব্যবহারের তালিকায় অন্তর্ভুক্ত করা যায়।
