shono
Advertisement

Breaking News

Pune municipal election

'ভোট দিন আর জিতে নিন SUV, থাইল্যান্ড ট্যুর, সোনা...', পুণের পুরভোটে প্রার্থীদের টোপে শোরগোল

চমকে দেওয়ার মতো 'বৈভব প্রদর্শন' পুণের পুরপ্রার্থীদের।
Published By: Saurav NandiPosted: 05:18 PM Dec 25, 2025Updated: 05:18 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট এলেই নেতাদের 'বৈভব প্রদর্শন' ভারতের রাজনীতিতে নতুন কিছু নয়। ভোটারদের মন কিনতে প্রচুর অর্থব্যয় করেই থাকেন তাঁরা। সেই সঙ্গেই চলে প্রতিশ্রুতি বন্যা। অমৃতকুম্ভের মতো নেতারা এমন কিছু খুঁজে চলেন, যা একই সঙ্গে লোকের কাছে পৌঁছোবে এবং বহু ভোটের জোগান দেবে। সাম্প্রতিক প্রবণতায় অনুদান এবং খয়রাতিতেই এই বিশল্যকরণীর হদিস পেয়েছেন নেতারা। কিন্তু পুণের পুরভোটে প্রার্থীদের টোপের ধরন ছাপিয়ে গিয়েছে সমস্ত কিছুকেই। তাঁদের কেউ দামি গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, কেউ আবার শাড়ি-সোনাগয়না, এমনকি বিদেশ ভ্রমণেরও টোপ!

Advertisement

পুণের লোহাগাঁও-ধানোরি ওয়ার্ডের এক প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ভোটে জিতলে ১১ জন ভোটারকে ১১০০ বর্গফুটের জমি দেবেন। কোন ১১ জনকে দেবেন, তা অবশ্য 'লাকি ড্র'-এর মাধ্যমে নির্ধারিত হবে। তবে এই প্রতিশ্রুতি দেওয়ার সময় ওই প্রার্থী দাবি করেছেন, ইতিমধ্যেই ওই জমির রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। বিমাননগরের এক প্রার্থী আবার পাঁচ দিনের থাইল্যান্ড ট্যুরের প্রতিশ্রুতিও দিয়েছেন। এ ছাড়াও বেশ কিছু জায়গায় দু'চাকা, চারচাকা (এসইউভি) গাড়ির টোপ দিয়েছেন প্রার্থীরা। যদিও সকল ভোটারকে এই ভেট দেওয়ার কথা বলেননি তাঁরা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এর জন্য লটারি হবে। লটারির মাধ্যমেই ঠিক হবে, কারা এই পুরস্কার পাবেন।

মহিলা ভোট নিশ্চিত করতেও আলাদা ভাবে পরিকল্পনা হয়েছে বেশ কিছু জায়গায়। মহিলা ভোটারদের মন পেতে তাঁদের রংবেরঙের শাড়িও কিনে দিয়েছেন কিছু প্রার্থী। উপহার হিসাবে দেওয়া হয়েছে গেরস্থালির সরঞ্জাম, সেলাই মেশিন। যুব সমাজের ভোট পেতে আবার বিভিন্ন জায়গায় ক্রিকেট প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। সেখানে বিজয়ী দল পুরস্কার হিসাবে পেয়েছে ১ লাখ টাকা!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুণের লোহাগাঁও-ধানোরি ওয়ার্ডের এক প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ভোটে জিতলে ১১ জন ভোটারকে ১১০০ বর্গফুটের জমি দেবেন।
  • বিমাননগরের এক প্রার্থী আবার পাঁচ দিনের থাইল্যান্ড ট্যুরের প্রতিশ্রুতিও দিয়েছেন।
  • এ ছাড়াও বেশ কিছু জায়গায় দু'চাকা, চারচাকা (এসইউভি) গাড়ির টোপ দিয়েছেন প্রার্থীরা।
Advertisement