সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের খণ্ডযুদ্ধ অব্যাহত। গত কয়েক দিন ধরেই বিজাপুরের জঙ্গলে নকশালপন্থীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা। সেই অভিযানে এবার ৫ মাওবাদী খতম হয়েছে। অভিযানে আহত হয়েছেন দুই পুলিশ আধিকারিক।
যৌথ অভিযানে শেষে পুলিশ আধিকারিক পি সুন্দররাজ জানান, গুলির লড়াই শেষে বিজাপুরের গভীর জঙ্গল থেকে এখনও পর্যন্ত পাঁচ মাওবাদীদের দেহ উদ্ধার হয়েছে। তিনজন পুরুষ এবং দুজন মহিলার দেহ উদ্ধার হয়েছে। তাদের সঙ্গে ছিল রকেট লঞ্চার-সহ বেশ কিছু অস্ত্রসস্ত্র। এদিকে বিজাপুরেই অন্য একটি ঘটনায় একটি দেশি ল্যান্ডমাইনের বিস্ফোরণে আহত হয়েছেন দুই পুলিশকর্মী।
প্রসঙ্গত, মাওবাদকে দেশ থেকে নির্মুল করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। সম্প্রতি এই বিষয়ে বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন, ‘‘আমি বিশ্বাস করি, লড়াই এখন শেষ পর্যায়ে। চূড়ান্ত হামলার সময় এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব।’’ কেন্দ্রের রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ২৭২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। পাশাপাশি ৮৬১ জন গ্রেপ্তার ও ৭৮৯ জন নকশালপন্থী আত্মসমর্পণ করেছেন। যদিও বহু ক্ষেত্রেই পালটা মার দিচ্ছে তাঁরা। এর ফলে, শাহ-র দাবি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।
