সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ কিনতে বেরিয়েছিল কিশোর। কিন্তু পকেটে ১০ টাকা কম। তাই রাস্তায় এক অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের কাছে ওই টাকা চেয়ে বসেছিল সে। কিন্তু প্রৌঢ় টাকা দিতে অস্বীকার করাতেই যত রাগ! পকেট ছুরি বার করে তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠল ওই কিশোরের বিরুদ্ধে।
অন্ধ্রপ্রদেশের ঘটনা। শুক্রবার সে রাজ্যের পুলিশ জানিয়েছে, নিহতের নাম তাতাজি (৪৯)। অভিযুক্ত কিশোরকেও চিহ্নিত করা গিয়েছে। তার বয়স ১৭। ঘটনার সময় সে মত্ত অবস্থায় ছিল বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। এক পুলিশ আধিকারিক বলেন, "মদ কেনার জন্য ১০ টাকা চেয়েছিল কিশোর। তা না দেওয়াতেই এই খুন। দু'জনে একে অপরকে চিনত না। টাকা না দেওয়া নিয়েই বচসা থেকেই এই ঘটনা ঘটেছে।"
পুলিশ জানতে পেরেছে, বচসার সময় তাতাজি ওই কিশোরের গায়ে হাত তুলেছিলেন। এর পরেই পকেট থেকে ছুরি বার করে প্রৌঢ়কে কুপিয়ে খুন করে ওই কিশোর। মদের দোকান থেকে মাত্র ২০ মিটার দূরেই ঘটনাটি ঘটেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
