shono
Advertisement
India

‘নিজের স্বার্থে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে আমেরিকাও’, ট্রাম্পের শুল্ক হুমকির পালটা ভারত

দ্বিচারিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকেও তোপ দেগেছে নয়াদিল্লি।
Published By: Subhodeep MullickPosted: 12:16 AM Aug 05, 2025Updated: 12:27 AM Aug 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকাও নিজেদের স্বার্থে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির পালটা দিল ভারত। পাশাপাশি, দ্বিচারিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকেও তোপ দেগেছে নয়াদিল্লি। সোমবার ভারত সাফ জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে যাচ্ছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। ভারত যে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই কাজ করে যাবে, তা-ও ফের একবার স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি।

Advertisement

বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর বেশিরভাগ সামগ্রীই ইউরোপমুখী হয়েছিল। তাই রাশিয়া থেকে তেল কেনা শুরু করে ভারত। শুধু তাই নয়, সেই সময় বিশ্বের জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে আমেরিকাই রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে উৎসাহিত করেছিল।’ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যেভাবে লাগাতার ভারতকে আক্রমণ করে যাচ্ছে, তা ‘অযৌক্তিক’ বলেও আখ্যা দিয়েছে ভারত।  

বিবৃতিতে আরও বলা হয়েছে, '২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে বড়সড় বাণিজ্য করেছিল। যার পরিমাণ ছিল ৬৭.৫ বিলিয়ন ইউরো। আবার ২০২৩ সালে বাণিজ্যের পরিমাণ ছিল ১৭.২ বিলিয়ন ইউরো। যা ভারতের সঙ্গে বাণিজ্যের থেকে অনেক গুণ বেশি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে ইউরোপের প্রাকৃতিক গ্যাস আমদানির পরিমাণ পৌঁছে গিয়েছে ১৬.৫ লক্ষ টনে। যা ২০২২ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে, আমেরিকাও তাদের প্রয়োজনে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে। তারা তাদের পারমাণবিক শিল্পের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড কেনে। আবার বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য প্যালাডিয়াম, সার এবং বিভিন্ন রাসায়নিকও তারা রাশিয়া থেকে আমদানি করে।'

প্রসঙ্গত, সোমবার ভারতের উপর আরও চড়া শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি তাঁর সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লেখেন, ‘ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে। সেই তেলের বেশিরভাগই তারা খোলা বাজারে বিক্রি করে মুনাফা কামাচ্ছে। রাশিয়ার লাগাতার হামলার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউক্রেন। ইউক্রেনের মৃত্যুমিছিলে আদও রুশ ‘বন্ধু’ ভারতের কিছু এসে যায় না। এই কারণেই আমেরিকা ভারতের উপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে।’ ট্রাম্পের এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া দিল ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমেরিকাও নিজেদের স্বার্থে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে।
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির পালটা দিল ভারত।
  • পাশাপাশি, দ্বিচারিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকেও তোপ দেগেছে নয়াদিল্লি।
Advertisement