সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু'দিনের ভারত সফরে আসতে পারেন ইরানের বিদেশমন্ত্রী সইদ আব্বাস আরাঘচি। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। গত শনিবারই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এবার সূত্রের দাবি, ৭ ও ৮ মে এই দু'দিনের জন্য নয়াদিল্লি সফরে আসবেন আরাঘচি। বৈঠক করবেন বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে। পাশাপাশি অন্য নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। পহেলগাঁও আবহে এই বৈঠক তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এর আগে আরাঘচিকে এক্স হ্যান্ডলে পহেলগাঁও হামলা নিয়ে পোস্ট করতে দেখা গিয়েছিল। তিনি লিখেছিলেন, ‘ভারত ও পাকিস্তান ইরানের দুই ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। তাদের সঙ্গে বহু শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতার বন্ধন আমাদের। অন্য প্রতিবেশীদের মতোই তাদেরও আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। এই কঠিন সময়ে পারস্যের কবি সাদির পঙক্তি মাথায় রেখে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বোঝাপড়ার উন্নতি ঘটাতে তেহরান প্রস্তুত।’ এরপরই তিনি উল্লেখ করেন কবিতাটির। লেখেন, ‘মানুষ আসলে সবাই সমান/ একই সার ও আত্মা থেকেই সৃষ্টি/ যদি একজন যন্ত্রণায় কাতর হয়/ অন্যজনেরও হতে থাকে অস্বস্তি।’
গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মোদিকে ফোন করে জম্মু ও কাশ্মীরে হওয়া জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন। সমবেদনা জানান আক্রান্তদের পরিবারকে। দুই রাষ্ট্রনেতাই একমত হন যে এমন হামলার কোনও যুক্তি হতেই পারে না। এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যাঁরা মানবতায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এবার জানা গেল ইরানের বিদেশমন্ত্রীর ভারতে আসার কথা।
এদিকে কেবল ইরান নয়, মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবও পহেলগাঁও পরিস্থিতিতে মুখ খুলেছে। সেদেশের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যুবরাজ ফয়জল বিন ফারহান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ও পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারকে আলাদা করে ফোন করেছিলেন। কথা বলেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে।
