shono
Advertisement
US-Iran

ট্রাম্পের ভয়ে বাঙ্কারে লুকোতে হয়নি খামেনেইকে! মার্কিন হানা সর্বশক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি ইরানের

ইরানের সঙ্গে সাম্প্রতিক টানাপড়েনের আবহে পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে বিরাট মার্কিন নৌবহর। যুদ্ধের সম্ভাবনা তৈরি হওয়ায় এই পরিস্থিতিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
Published By: Saurav NandiPosted: 06:46 PM Jan 24, 2026Updated: 08:12 PM Jan 24, 2026

ইরানের সঙ্গে সাম্প্রতিক টানাপড়েনের আবহে পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে বিরাট মার্কিন নৌবহর। যুদ্ধের সম্ভাবনা তৈরি হওয়ায় এই পরিস্থিতিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে ঠিকই। তবে তিনি মোটেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয়ে বাঙ্কারে লুকিয়ে নেই! এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়ে দিলেন মুম্বইয়ে ইরানের কনসুল জেনারেল সৈয়দ রেজা মোজায়েব মোতলাঘ। তিনি এ-ও জানিয়ে দেন, আমেরিকা হামলা চালালে ইরানে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা হবে।

Advertisement

গত বছর সংঘাতে জড়িয়েছিল ইরান এবং ইজরায়েল। ১০ দিন ধরা চলা সেই টানাপড়েনের কথা মনে করিয়ে ইরানের কূটনীতিক বলেন, "যে কোনও ধরনের হামলা প্রতিহত করার যে শক্তি ইরানের রয়েছে, তা আমরা আগেও দেখিয়ে দিয়েছি। কেউ যদি ইরানে হামলা চালায়, তা প্রতিহত করার জন্য ইরান পুরো প্রস্তুত। সর্বশক্তি দিয়ে আমরা তা করব।" ইরানে সম্প্রতি যে সরকারবিরোধী বিক্ষোভ-আন্দোলন দেখা গিয়েছে, তাতে বিদেশি শক্তির হাত রয়েছে বলে বারবার দাবি করে এসেছে তেহরান। রেজা বলেন, "ইরানের অভ্যন্তরীণ অবস্থা ভালো নয় বলে বারবার দেখানোর চেষ্টা হয়েছে। কিন্তু সেই উদ্দেশ্য সফল হয়নি। দেশের নিরাপত্তাবাহিনী তা প্রতিরোধ করেছে। তবে দুর্ভাগ্যবশত ৩১১৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২৪২৭ জন সাধারণ মানুষ এবং নিরাপত্তাবাহিনীর সদস্য। আর ৬৯০ জন সন্ত্রাসবাদী।" যদিও বিক্ষোভের আবহে মৃতের সংখ্যা আরও বেশি বলেই দাবি বিভিন্ন বেসরকারি রিপোর্টে।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন, বিরাট মার্কিন নৌবহর পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে। দাভোস থেকে ফিরে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘‘ওই দিকে (পশ্চিম এশিয়ার দিকে) আমাদের অনেক যুদ্ধজাহাজ যাচ্ছে। যদি হঠাৎ করে দরকার পড়ে, তাই। আমি চাই না কিছু হোক, কিন্তু আমরা ওদের (ইরানকে) খুব নিবিড় ভাবে নজরে রেখেছি। আমাদের আর্মাডা সে দিকে যাচ্ছে। হয়তো আমাদের সেটা ব্যবহার করতে হবে না।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement