shono
Advertisement
IRCTC

আইআরসিটিসিকে ‘নবরত্ন’-এর মর্যাদা, সংস্থায় বাড়ল চাকরির সুযোগ, মিলবে আর্থিক সুবিধাও

আইআরসিটিসি এবং আইআরএফসির ভবিষ্যৎ কীভাবে পরিবর্তিত হবে?
Published By: Paramita PaulPosted: 07:41 PM Mar 04, 2025Updated: 07:42 PM Mar 04, 2025

সুব্রত বিশ্বাস: রেলওয়ের দু'টি বড় কোম্পানি, আইআরসিটিসি ও আইআরএফসি কে ‘নবরত্ন’ মর্যাদা দিল ডিপার্মেন্ট অফ পাবালিক এন্টার প্রাইজেস। এই সিদ্ধান্তের ফলে এই কোম্পানিগুলি সরকারি অনুমোদন ছাড়াই এক হাজার কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। যা তাদের কাজে আরও গতি আনবে। কোম্পানির আয় ও পরিকাঠামো বৃদ্ধির পাশাপাশি কর্মী নিয়োগ ও বিনিয়োগে কর্পোরেট সুবিধা পাবে বলে জানিয়েছেন আইআরসিটিসির এজিএম কৌশিক বন্দ্যোপাধ‌্যায়।

Advertisement

কেন্দ্র সরকার পাবলিক সেক্টর কোম্পানিগুলিকে তাদের কর্মক্ষমতা এবং লাভের উপর ভিত্তি করে ‘মহারত্ন’, ‘নবরত্ন’ এবং ‘মিনিরত্ন’ বিভাগে ভাগ করে বলে জানা গিয়েছে। ‘নবরত্ন’ মর্যাদা পাওয়ার ফলে সংস্থাগুলি অনেক আর্থিক অধিকার পায়। সরকারের উপর নির্ভর না করেই বড় সিদ্ধান্ত নিতে এবং বিনিয়োগ করতে সক্ষম করে। আইআরসিটিসি এবং আইআরএফসির ভবিষ্যৎ কীভাবে পরিবর্তিত হবে?

‘নবরত্ন’ মর্যাদা পাওয়ার পর, এখন এই কোম্পানিগুলিকে এক হাজার কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের জন্য সরকারের অনুমোদন নিতে হবে না। এর ফলে রেলওয়ের অবকাঠামোগত প্রকল্পগুলি ত্বরান্বিত হবে এবং কোম্পানিগুলি বাজারের চাহিদা অনুসারে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। আইআরসিটিসি এবং আইআরএফসি-র কাজ কী? আইআরসিটিসি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতীয় রেলওয়ের জন্য টিকিট বুকিং, ক্যাটারিং এবং পর্যটন পরিষেবা প্রদান করে। অন্যদিকে, আইআরএফসি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮৬ সালে। এটি ভারতীয় রেলওয়ের জন্য তহবিল সংগ্রহের জন্য কাজ করে, যাতে রেলওয়ের আধুনিকীকরণ এবং সম্প্রসারণ সম্ভব হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রেলওয়ের দু'টি বড় কোম্পানি, আইআরসিটিসি ও আইআরএফসি কে ‘নবরত্ন’ মর্যাদা দিল ডিপার্মেন্ট অফ পাবালিক এন্টার প্রাইজেস।
  • এই সিদ্ধান্তের ফলে এই কোম্পানিগুলি সরকারি অনুমোদন ছাড়াই এক হাজার কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে।
  • যা তাদের কাজে আরও গতি আনবে।
Advertisement