shono
Advertisement

কেন স্ত্রীর মুখ দেখা যাচ্ছে, সেলফি নিয়ে এবার ইরফানকে বিঁধলেন মৌলবি

কী কী নিয়ে আপত্তি মৌলবির? The post কেন স্ত্রীর মুখ দেখা যাচ্ছে, সেলফি নিয়ে এবার ইরফানকে বিঁধলেন মৌলবি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:48 AM Jul 19, 2017Updated: 03:18 AM Jul 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে সেলফি পোস্ট করে যথেষ্ট সমালোচিত হযেছিলেন। যদিও সে সব গায়ে মাখেননি ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। কিন্তু এবার তা নিয়ে সমালোচনায় সরব হলেন এক মৌলবি। মৌলানা সাজিদ রশিদি নামে ওই মৌলবির দাবি, ইরফান তাঁর স্ত্রীর যে ছবি পোস্ট করেছেন, ইসলাম কখনওই তার অনুমোদন দেয় না।

Advertisement

স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে নেটদুনিয়ায় সমালোচিত ইরফান পাঠান ]

নেটদুনিয়ায় ছবি পোস্ট করে বিতর্কের শিকার হওয়া নতুন কিছু নয়। এর আগে একাধিক বিশিষ্ট জনের সে অভিজ্ঞতা হয়েছে। এবার তার শিকার হলেন ইরফান পাঠান। নিজের স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। আর তার জেরেই আসতে থাকে একের পর এক অশালীন মন্তব্য। কেউ কেউ প্রশংসা করলেও, বহু মানুষ তীব্র সমালোচনায় বেঁধেন ইরফানকে। কী এমন ছিল ছবিতে, যে সমালোচনার মুখে পড়তে হল ক্রিকেটার ও তাঁর স্ত্রীকে? দেখা গিয়েছিল, ছবিতে হাত দিয়ে মুখ ঢেকেছেন ইরফানের স্ত্রী। মুখমণ্ডল অনাবৃত বলেই এ কাজ করেছেন তিনি এবং তাঁর হাতে নেল পলিশও দেখা যাচ্ছে। এ নিয়েই বিতর্কের সূত্রপাত। এই ধরনের ছবি ইসলাম বিরোধী বলে বেশ কয়েকজন ক্ষুব্ধ হয়েছিলেন। এবার তারই ব্যাখ্যা দিয়ে ওই মৌলবি বললেন, ইরফান তাঁর স্ত্রীর যে ছবি পোস্ট করে ইসলাম তার অনুমোদন দেয় না। কেন? মৌলবির দাবি, ইসলাম মতে স্ত্রী তাঁর মুখ দেখাতে পারেন শুধু তাঁর স্বামীকে। এছাড়া আধার বা প্যান কার্ড বা এরকম জিনিসের ক্ষেত্রে মুখমণ্ডল অনাবৃত  করতে পারেন। কিন্তু ইরফানের স্ত্রী বিনা কারণেই ক্যামেরার সামনে নিজের মুখ দেখিয়েছেন। যা ইসলামে বিধিসম্মত নয়। তাঁর দাবি, ইরফানের স্ত্রী কোনও অভিনেত্রী নন যে আচমকাই বিধি ভেঙে ক্যামেরার সামনে মুখ দেখাবেন। পাশাপাশি নেল পলিশ পরা নিয়ে সমালোচনারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। তাঁর মতে, যখনই কোনও মহিলা নেল পলিশ পরছেন তখনই তিনি নমাজের অধিকার হারাচ্ছেন। আর নমাজই না পড়লে তাহলে আর তিনি মুসলিম থাকছেন কীভাবে?

কিন্তু গণতান্ত্রিক স্বাধীন দেশে কেউ কি নিজের মতো ছবিও তুলতে পারবেন না? স্বাধিকারের এ প্রশ্নে মৌলবি জানান, তিনি ভারতীয় সংবিধানের কথা বলছেন না। বলছেন ইসলামিক আইনের কথা। সেই আইন অনুযায়ী এই ধরনের সেলফি বিধিসম্মত নয় বলেই দৃঢ় মত তাঁর। তবে কি দেশের সংবিধানেরও উর্ধ্বে ইসলামের আইন? এ প্রশ্ন আগেও বহুবার উঠেছে ও বিতর্ক মাথাচাড়া দিয়েছে। সমালোচনা গা থেকে ঝেড়ে ফেলেই দিয়েছিলেন ইরফান। কিন্তু মৌলবির বক্তব্য এই বিতর্ক যেন নতুন করে উসকে দিল।

This girl is trouble

#love #wifey

A post shared by Irfan Pathan (@irfanpathan_official) on

The post কেন স্ত্রীর মুখ দেখা যাচ্ছে, সেলফি নিয়ে এবার ইরফানকে বিঁধলেন মৌলবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার