shono
Advertisement
Jammu and Kashmir

পহেলগাঁও হামলার পর ফের চেনা ছন্দে ফিরবে কাশ্মীর? বড় ঘোষণা জম্মু-কাশ্মীরের লেফটন্যান্ট জেনারেলের

মঙ্গলবার থেকে উপত্যকার ১৬টি পর্যটনস্থল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Published By: Gopi Krishna SamantaPosted: 01:13 PM Jun 15, 2025Updated: 01:16 PM Jun 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় দু’মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলতে চলেছে উপত্যকার দরজা। মঙ্গলবার থেকে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পর্যটন কেন্দ্রগুলি পর্যটকদের জন্য খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন নিরীহর মৃত্যু পর জম্মু ও কাশ্মীরের পর্যটন কেন্দ্রগুলি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Advertisement

পহেলগাঁও হামলার পর কাশ্মীর ভ্রমণে আগ্রহ কমেছে দেশবাসীর। ভরা মরশুমে কার্যত মাছি মারার দশা হয়েছে উপত্যকার পর্যটনের। এই পরিস্থিতিতে অতীতের সুদিন ফেরাতে আগেই অভিনব উদ্যোগ নিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। চিরাচরিত প্রথা ভেঙে পর্যটকদের আস্থা ফেরাতে, সচিবালয় নয়, মন্ত্রিসভার বৈঠক করেছিলেন পহেলগাঁওয়ের রিসর্টে। এরই মধ্যে এবার পর্যটকদের জন্য উপত্যকার দরজা খোলার ঘোষণা করলেন লেফটন্যান্ট জেনারেল।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। যার বেশিরভাগই ছিলেন পর্যটক। সেই হামলার পালটা ৬-৭ এপ্রিল ভারতের অপারেশন সিঁদুর গুঁড়িয়ে দেয় পাকভূমে সন্ত্রাসের আঁতুড়ঘর। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় দুই দেশ। পালটা কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত বেপরোয়া ড্রোন হামলা শুরু করে পাক সেনা। একে সন্ত্রাসের আতঙ্ক, অন্যদিকে দুই দেশের এই সংঘাতের জেরে শিকেয় কাশ্মীরের পর্যটন। ভরা মরশুমে পর্যটক না আসায় বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েন সেখানকার বাসিন্দারা।

জম্মু-কাশ্মীর প্রশাসন জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বেতাব ভ্যালি, পহেলগাঁও এলাকার বাজার ও পার্ক, আচাবল গার্ডেন-সহ বেশকিছু পর্যটনস্থল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার থেকে এই জায়গাগুলি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার থেকে ১৬টি পর্যটনস্থল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি পর্যটনস্থলগুলি ধীরে ধীরে খুলে দেওয়া হবে। তবে এক্ষেত্রে খতিয়ে দেখা হবে নিরাপত্তা ব্যবস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রায় দু’মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলতে চলেছে উপত্যকার দরজা।
  • মঙ্গলবার থেকে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পর্যটন কেন্দ্রগুলি পর্যটকদের জন্য খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
  • পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন নিরীহর মৃত্যু পর জম্মু ও কাশ্মীরের পর্যটন কেন্দ্রগুলি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
Advertisement