shono
Advertisement
Jammu jail

জঙ্গিদের মুক্ত করতে জম্মুর জেলে হামলার ছক! গোয়েন্দা সতর্কতায় বাড়ল নিরাপত্তা

বহু জঙ্গির পাশাপাশি এই জেলে বন্দি পহেলগাঁও সন্ত্রাসের সঙ্গে যুক্ত একাধিক সন্দেহভাজন।
Published By: Amit Kumar DasPosted: 12:27 PM May 05, 2025Updated: 12:51 PM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের জেলে বড়সড় জঙ্গি হামলার ছক! গোয়েন্দা বিভাগের তরফে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আসতেই শ্রীনগরের সেন্ট্রাল জেল ও জম্মুর কোট বালওয়াল জেল মুড়ে ফেলা হল আঁটসাঁট নিরাপত্তায়। এই দুই জেলে বন্দি রয়েছে বহু হাইপ্রোফাইল জঙ্গি ও তাদের সাহায্যকারী 'ওভার গ্রাউন্ড ওয়ার্কার' (OGW)। তাদের মুক্ত করতেই জঙ্গিদের নিশানায় রয়েছে এই জেলখানা।

Advertisement

সূত্রের খবর, জেলে জঙ্গি হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ্যে আসার পরই তৎপর হয়ে ওঠে প্রশাসন। রবিবার শ্রীনগরে সিআইএসএফের ডিজি জেলের নিরাপত্তা বিষয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর শ্রীনগরের সেন্ট্রাল জেল ও জম্মুর কোট বালওয়াল জেলের নিরাপত্তা পর্যালোচনার পর সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, এর আগে জেলের নিরাপত্তার দায়িত্বে ছিল আইআরপিএফ। তবে ২০২৩ সালের অক্টোবর মাসে সিআরপিএফের কাছ থেকে জেলের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআইএসএফ। সেখানেই এবার জঙ্গি হামলার আশঙ্কায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।

এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ২৬ জনের মৃত্যুর ঘটনায় এনআইএর তদন্তকারী দল দুই ওভার গ্রাউন্ড ওয়ার্কার নিসার ও মুস্তাককে জিজ্ঞাসাবাদ করেছে। সূত্রের খবর, বর্তমানে এই জেলে বন্দি পহেলগাঁও হামলায় জঙ্গিদের সাহায্যকারী এই দুই জঙ্গি। তদন্তকারীদের অনুমান, এই দুই অভিযুক্ত আগে থেকেই হামলার পরিকল্পনার কথা জানত। এবং জঙ্গিদের সমস্ত সাহায্য করেছিল। তাদের জেরা করে এই হামলার নেপথ্যে থাকা গোটা নেটওয়ার্কের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, ২০২৩ সালে রাজৌরিতে জঙ্গি হামলার ঘটনাতেও সরাসরি যুক্ত ছিল এই দুইজন। সেই হামলায় দুই শিশু-সহ ৭ জনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জম্মু ও কাশ্মীরের জেলে বর্তমানে বন্দি রয়েছে পহেলগাঁও হামলার একাধিক সন্দেহভাজন। তাদের জেল থেকে মুক্ত করতেই শ্রীনগর ও জম্মুর জেলে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জম্মু ও কাশ্মীরের জেলে বড়সড় জঙ্গি হামলার ছক!
  • গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে শ্রীনগরের সেন্ট্রাল জেল ও জম্মুর কোট বালওয়াল জেল মুড়ে ফেলা হল আঁটসাঁট নিরাপত্তায়।
  • বহু জঙ্গির পাশাপাশি এই জেলে বন্দি পহেলগাঁও সন্ত্রাসের সঙ্গে যুক্ত একাধিক সন্দেহভাজন।
Advertisement