সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মহত্যার হুমকি দিয়ে ভালবাসা পেতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভালবাসা তো পাওয়া হলই না, উল্টে প্রাণটাই চলে গেল তেলেঙ্গানার এক তরুণ ইঞ্জিনিয়ারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।
[ফেসবুককে হাতিয়ার করে অপহরণের ছক, ধরা পড়ার ভয়ে আত্মঘাতী যুবক]
জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম জি জগদীশ। পেশায় তিনি ছিলেন এক সফটওয়ার ইঞ্জিনিয়ার। আদপে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলার বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন হায়দরাবাদে। গত কয়েক মাস ধরে এক তরুণীর প্রেমে পড়েছিলেন জগদীশ। ওই তরুণীও পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার। কিন্ত শত চেষ্টা করেও কিছুতেই ওই তরুণীকে প্রেমের প্রস্তাবে রাজি করাতে পারছিলেন না জগদীশ। বারবার জগদীশকে ফিরিয়ে দিচ্ছিলেন ওই তরুণী। শেষপর্যন্ত মরিয়া হয়ে সোমবার রাতে হায়দরাবাদের মিঞাপুর এলাকায় একটি আবাসনে ওই তরুণীর সঙ্গে দেখা করতে যান জগদীশ। পুলিশ জানিয়েছে, জগদীশ জানতে পারেন, পাঁচতলা ওই আবাসনের বারান্দায় আছেন ওই তরুণী। প্রেমের প্রস্তাবে রাজি করানোর মরিয়া চেষ্টায় বারান্দা থেকে ঝুলে পড়েন জগদীশ এবং ওই তরুণী রাজি না হলে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হবে বলে হুমকি দিতে থাকেন। তাঁকে নামানোর জন্য আবাসনের নিরাপত্তাকর্মীদের খবর পাঠান ওই তরুণী ও আবাসনের অন্য বাসিন্দারা। কিন্তু নিরাপত্তাকর্মীরা আসার আগেই, হাত ফসকে পাঁচতলার বারান্দা থেকে নিচে পড়ে যান জগদীশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
[ডুবন্ত মহিলাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তরুণ আইএএস আধিকারিক]
The post আত্মহত্যার ভয় দেখাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল প্রেমিকের appeared first on Sangbad Pratidin.
