shono
Advertisement

Breaking News

June Malia

বন্যপ্রাণীদের রক্ষায় সংসদে সরব জুন মালিয়া, দ্রুত কড়া আইন প্রণয়নের দাবি তৃণমূল সাংসদের

ঠিক কী বলেছেন সাংসদ?
Published By: Tiyasha SarkarPosted: 07:27 PM Feb 03, 2025Updated: 07:28 PM Feb 03, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: নির্বাচনে জেতার পর থেকেই তৃণমূল সাংসদ জুন মালিয়া এলাকাবাসীর জন্য কাজ করে চলেছেন। এবার পশু সুরক্ষা আইনে সংশোধনের জন্য সংসদে সরব হলেন তিনি। তাঁর মূল কথা, বন্যাপ্রাণীদের রক্ষায় আরও কড়া আইন প্রণয়ন করতে হবে।

Advertisement

বন্যপ্রাণীদের নানাভাবে হেনস্তার ঘটনা প্রায়শই প্রকাশ্যে আসে। পশুপ্রেমী সংগঠনের তরফে পুলিশের দ্বারস্থ হলেও বিশেষ লাভ হয় না। অভিযুক্ত গ্রেপ্তার হলেও অধিকাংশ ক্ষেত্রেই আইনের ফাঁক গলে রেহাই পেয়ে যায় অভিযুক্তরা। এদিন সংসদে ৩৭৭ নম্বর ধারা তুলে এই প্রসঙ্গেই সরব হলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া। বলেন, "আমি যত দ্রুত সম্ভত 'প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিম্যাল' বিলে সংশোধন আনার প্রস্তাব রাখছি।" সাংসদের কথায়, ১৯৬০ সালের পর এই আইনে কোনও পরিবর্তন হয়নি। এমন বহু ধারা রয়েছে যা জামিনযোগ্য। ফলে অপরাধীরা খুব সহজেই ছাড়া পেয়ে যায়।

সাংসদের যুক্তি, এই আইনের ফাঁকের কারণেই দিনের পর দিন বন্যপ্রাণীদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে চলেছে। বহু মানুষ নিছক আনন্দ পেতেই পশুদের উপর নির্যাতন করেন। সেই কারণেই সাংসদের আর্জি সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে এবিষয়ে পদক্ষেপ করা হোক। অবিলম্বে শাস্তি ও জরিমানা বৃদ্ধি হোক। যত দ্রুত সম্ভব এই বিলে সংশোধনের কথা বলেছেন সাংসদ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নির্বাচনে জেতার পর থেকেই তৃণমূল সাংসদ জুন মালিয়া একাধিক ইস্যু তুলে ধরেছেন সংসদে।
  • এবার পশু সুরক্ষা আইনে সংশোধনের জন্য সরব হলেন তিনি।
  • তাঁর মূল কথা, বন্যাপ্রাণীদের রক্ষায় আরও কড়া আইন প্রণয়ন করতে হবে।
Advertisement