shono
Advertisement
Justice Joymalya Bagchi

সুপ্রিম কোর্টের বিচারপতি পদে সোমেই শপথ জয়মাল্য বাগচির, কত বছর থাকবেন সর্বোচ্চ আদালতে?

জয়মাল্য বাগচি শপথ নিলে সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা দাঁড়াবে ৩৩।
Published By: Subhajit MandalPosted: 12:20 PM Mar 16, 2025Updated: 12:20 PM Mar 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের বিচারপতি পদে সোমবারই শপথ নেবেন বিচারপতি জয়মাল্য বাগচি। সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরাও।

Advertisement

সুপ্রিম কোর্টে অনুমোদিত বিচারপতির সংখ্যা ৩৪। এই মুহূর্তে শীর্ষ আদালতে ৩২ জন বিচারপতি কর্মরত। জয়মাল্য বাগচি শপথ নিলে সোমবার থেকে সেটা হবে ৩৩। গত ৬ মার্চ দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে কলকাতা হাই কোর্টের এই অভিজ্ঞ বিচারপতির নাম সুপারিশ করে কলেজিয়াম। তারপর আইনমন্ত্রক সেই সুপারিশ প্রথামাফিক রাষ্ট্রপতির কাছে পাঠায়। রাষ্ট্রপতি অনুমোদন দেওয়ায় গত সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বিচারপতি বাগচির নাম চূড়ান্ত হয়। সোমবার থেকেই তাঁর কেরিয়ারের নতুন অধ্যায় শুরু হবে। সব মিলিয়ে ৬ বছরের কিছু বেশি সময় সুপ্রিম কোর্টের বিচারপতি পদে থাকবেন তিনি।

জয়মাল্য বাগচি কলকাতা হাই কোর্টের বিচারপতি হন ২০১১ সালের ২৭ জুন। ২০২১ সালের ৪ জানুয়ারি তিনি অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের বিচারপতির দায়িত্ব পান। কিন্তু ৮ নভেম্বর ফের তিনি কলকাতা হাই কোর্টে ফেরেন। সেই থেকে তিনি কলকাতা হাই কোর্টের বিচারপিত দায়িত্বই পালন করছেন। এবার, সব মিলিয়ে ১৩ বছরেরও বেশি সময় হাই কোর্টের বিচারপতি থাকার পর তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন তিনি। কলেজিয়ামের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, ‘দীর্ঘদিন হাই কোর্টের বিচারপতি থাকাকালীন জয়মাল্য বাগচি আইনের বিভিন্ন ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতার অধিকারী হয়েছেন।’ প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা বা কামদুনি মামলার মতো মামলায় হাই কোর্টের বিচারপতি পদে ছিলেন জয়মাল্য বাগচিই।

সব ঠিক থাকলে ২০৩১ সালে বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসর গ্রহণের পর বিচারপতি বাগচিই হতে চলেছেন দেশের প্রধান বিচারপতি। তবে সেই বছরের মে মাসে দায়িত্ব নিলেও অক্টোবরেই অবসর নেওয়ার কথা তাঁর। যদি সেটাই হয়, তাহলে জয়মাল্য বাগচিই আলতামাস কবীরের পর কলকাতা থেকে প্রধান বিচারপতি হবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপ্রিম কোর্টের বিচারপতি পদে সোমবারই শপথ নেবেন বিচারপতি জয়মাল্য বাগচি।
  • সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
  • উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরাও।
Advertisement