shono
Advertisement
Fake News

ভুয়ো খবর রুখতে কড়া কর্নাটক! নয়া বিলে ৭ বছরের জেল, ১০ লক্ষ জরিমানার প্রস্তাব

এই বিল কার্যকর হলে সোশাল মিডিয়ার ওপর অনেকটাই নিয়ন্ত্রণ চলে আসবে সরকারের হাতে।
Published By: Gopi Krishna SamantaPosted: 01:17 PM Jun 21, 2025Updated: 04:43 PM Jun 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভুয়ো’ খবর ছড়ালে কঠোর শাস্তি! এবার এনিয়ে আইন আনতে চলেছে কর্নাটাক সরকার। কর্নাটক মিসইনউরমেশন অ্যান্ড ফেক নিউজ (প্রহিভিশন) অ্যাক্টের (Karnataka Misinformation and Fake news (Prohibition) Act) খসড়া তৈরি হয়ে গিয়েছে। ওই খসড়ায় ফেক নিউজ ছড়ালে বেশ কিছু শাস্তির কথা উল্লেখ রয়েছে। বিল অনুযায়ী, ফেক নিউজ ছড়ানোর অভিযোগ প্রমাণিত হলে ১০ লক্ষ টাকা জরিমানা এবং ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।

Advertisement

কর্নাটকে কংগ্রেস ক্ষমতায় আসার পরেই সোশাল মিডিয়ায় ফেক নিউজ ছড়ানো বন্ধ করতে কঠোর আইন আনার খড়সা তৈরি করে ফেলেছিল। সম্প্রতি মন্ত্রীসভার বৈঠকে বিলটি নিয়ে আলোচনা করা হয়। এই আইন কার্যকর হয়ে গেলে সোশাল মিডিয়ায় যে কোনও ধরণের সন্দেহজনক ও আপত্তিজনক পোস্ট বাদ দেওয়ার ক্ষমতা চলে আসবে সরকারের হাতে।  তাৎপর্যপূর্ণ বিষয় হল, কোনও রাজনৈতিক দলের সভা যদি সোশাল মিডিয়ায় সরাসরি পোস্ট করা হয় তাহলে সেই বক্তব্যগুলিও বাদ দেওয়ার ক্ষমতা থাকবে সরকারের।

কর্নাটক সরকারের এক আধিকারিকের কথায়, “রাজনৈতিক মঞ্চ থেকে বলা কথাকে হাতিয়ার করে অনেক সময় মিথ্যা অনেক কিছু প্রচার করা হয়। মিথ্যা প্রচার করে ফায়দা তোলার চেষ্টা করে অপর পক্ষ। এই বিষয়য়টি পরিবর্তন করতেই এই আইন আনতে চাইছে সরকার।” জানা গিয়েছে, নির্বাচনী আধিকারিকরাও এই সমস্ত বিষয়ে মামলা দায়ের করতে পারবেন। প্রস্তাবিত এই আইনে ছয় সদস্যের একটি রেগুলেটরি বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই বোর্ড স্বঃপ্রণোদিতভাবে ফেক নিউজ চিহ্নিত করতে পারবে। এমনকী এই বোর্ডের কাছে অভিযোগ জানানোর সুযোগও থাকবে। এছাড়াও ফেক বিশেষ আদালত গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

খসড়া অনুযায়ী, কোনও ব্যক্তি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফেক নিউজ ছড়াতে সাহয্য করে থাকে তাহলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। এক্ষেত্রে জরিমানা ও দু’বছরের জেল হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘ভুয়ো’ খবর ছড়ালে কঠোর শাস্তি! এবার এনিয়ে আইন আনতে চলেছে কর্নাটাক সরকার।
  • কর্নাটক মিসইনউরমেশন অ্যান্ড ফেক নিউজ (প্রহিভিশন) অ্যাক্টের খসড়া তৈরি হয়ে গিয়েছে।
  • বিল অনুযায়ী, ফেক নিউজ ছড়ানোর অভিযোগ প্রমাণিত হলে ১০ লক্ষ টাকা জরিমানা এবং ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।
Advertisement