সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বল নিয়ে বচসার জের। স্কুল শিক্ষককে ধারল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের বগলকোট জেলায়। গুরুতর আহত অবস্থায় ওই স্কুল শিক্ষক একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম পবন যাদব (২১)। এদিন সকালে তিনি তাঁর বাড়ির সামনে ক্রিকেট খেলছিলেন। খেলতে খেলতে হঠাৎই বলটি পাশের একটি বাড়িতে চলে যায়। সেই বাড়িতেই থাকতেন রামাপ্পা পুজারী নামে ওই স্কুল শিক্ষক। এরপরই তিনি চিৎকার শুরু করেন। পবন বল আনতে সেখানে গেলে তাঁদের মধ্যে বচসা বাঁধে। ক্রমে তা হাতাহাতিতে পরিণত হয়। তারপরই রাগের বশে পবন ধারাল অস্ত্র দিয়ে রামাপ্পাকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। শুধু তাই নয়, কাঁচের বোতল দিয়ে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে পবনের বিরুদ্ধে। রামাপ্পার আর্তনাদে ছুটে আসেন আশাপাশের স্থানীয় বাসিন্দারা। কিন্তু ততক্ষণে সেখান থেকে চম্পট দেন পবন। রক্তাক্ত অবস্থায় রামাপ্পাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তিনি সেখানেই চিকিৎসীন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মুখ এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। কিন্তু ঘটনার পর থেকে পবনের কোনও হদিশ পাওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
