shono
Advertisement

‘করোনা যুদ্ধে জিততে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলুন’, আবেদন কাশ্মীরের কিশোরীর

বারামুলার বাসিন্দা দশম শ্রেণির ওই ছাত্রীর নাম রিফাত। The post ‘করোনা যুদ্ধে জিততে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলুন’, আবেদন কাশ্মীরের কিশোরীর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:38 PM Apr 07, 2020Updated: 05:38 PM Apr 07, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাস (Corona Virus) -এর করাল গ্রাসে বিপর্যস্ত আজ গোটা বিশ্ব। চারিদিকে চলছে মৃত্যুমিছিল। মারণ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে বিভিন্ন দেশে লকডাউন বা জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে। ভারতেও ২১ দিনের লকডাউন চলেছে। ঘরবন্দি থেকে করোনাযুদ্ধে জয়ী হওয়ার জন্য চেষ্টা করছেন সাধারণ মানুষ থেকে সেলেবরা। এই পরিস্থিতিতে ভিডিও বার্তার মাধ্যমে ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শ মেনে চলার আবেদন জানাল কাশ্মীরের এক কিশোরী।

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী ডা. জিতেন্দ্র সিংয়ের অ্যাকাউন্ট থেকে টুইট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে প্রধানমন্ত্রীর কথা মেনে চলার আবেদন জানাচ্ছে বারামুলা জেলার ক্লাস টেনের ওই কিশোরী রিফাত। সে বলছে, ‘আমি রিফাত কাশ্মীর উপত্যকার বারামুলা এলাকার বাসিন্দা। আজ আমাদের দেশ সবথেকে বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। ভয়াবহ এই সমস্যার নাম কোভিড-১৯ (Covid-19)। বিপর্যয়ের এই সময়ে ধর্ম, জাতপাত ও শ্রেণিভেদকে দূরে সরিয়ে রেখে একে অপরকে সাহায্য করা উচিত।’

[আরও পড়ুন: ‘লকডাউনের সময়সীমা বাড়ানো নিয়ে সিদ্ধান্ত হয়নি’, মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পর জানালেন রাজনাথ ]

 

দেশের এই পরিস্থিতিতে বড়লোকদের গরিব মানুষদের সাহায্যে এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করে রিফাত। তাঁর কথায়, ‘ভয়াবহ এই সময়ে আমাদের সবার উচিত দেশের সেবায় এগিয়ে আসা। গরিবদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এখনই জাকাত (দান)-এর উপযুক্ত সময়। করোনার বিরুদ্ধে এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমাদের সবাইকে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলতে হবে। আমরা সবাই একসঙ্গে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে নিশ্চিতভাবে জয়ী হবই।’

[আরও পড়ুন: ‘বন্ধুত্ব প্রতিশোধের বিষয় নয়’, জীবনদায়ী ওষুধ রপ্তানি ইস্যুতে ট্রাম্পকে কটাক্ষ রাহুলের]

The post ‘করোনা যুদ্ধে জিততে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলুন’, আবেদন কাশ্মীরের কিশোরীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement