shono
Advertisement
Jamia Millia Islamia

পহেলগাঁও আবহে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কাশ্মীরি ছাত্রীকে হেনস্তা! কাঠগড়ায় মেসকর্মী

অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 08:57 PM Apr 28, 2025Updated: 08:57 PM Apr 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের মধ্যেই কাশ্মীরি তরুণীকে হেনস্তার অভিযোগ। কাঠগড়ায় এক মেসকর্মী। রবিবার ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বছর চব্বিশের ওই তরুণী দ্বিতীয় বর্ষের পড়ুয়া। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেটের বাইরে তাঁকে ওই মেসকর্মী হেনস্তা করেন বলে অভিযোগ। তরুণীর চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের মানুষ। খবর দেওয়া হয় পুলিশে। তরুণীর মৌখিক অভিযোগের ভিত্তিতে তারা অভিযুক্তকে আটক করে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু ঠিক কী কারণে ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তরুণীর সঙ্গে অভিযুক্তের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি।

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এই ঘটনার কড়া নিন্দা করেছে। জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় বারবার ব্যর্থ হয়েছে। পাশাপাশি, এই ঘটনায় তারা স্বচ্ছ তদন্তেরও দাবি জানিয়েছে। পহেলগাঁও আবহে রাজধানীর বুকে এরকম ঘটনা যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এক স্থানীয়-সহ ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২৬ বছর বয়সি নৌসেনা আধিকারিক লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। মৃতের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গ, কর্নাটক, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, ওড়িশার বাসিন্দারা। এছাড়া, নেপাল ও আরব আমিরশাহীর বাসিন্দা দুই বিদেশিকেও হত্যা করেছে জঙ্গিরা। বলাবাহুল্য, পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও কাণ্ডের মধ্যেই কাশ্মীরি তরুণীকে হেনস্তার অভিযোগ।
  • কাঠগড়ায় এক মেসকর্মী।
  • রবিবার ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে।
Advertisement