shono
Advertisement

কেজরিওয়ালের বিরুদ্ধে ইডিকে লাগিয়েছে কংগ্রেস! বিস্ফোরক বিজয়ন

Published By: Amit Kumar DasPosted: 10:40 AM Apr 02, 2024Updated: 10:50 AM Apr 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে ইডির পদক্ষেপের পিছনে মূল চক্রান্তকারী আসলে কংগ্রেস! এজেন্সি ষড়যন্ত্রের বিরুদ্ধে গত রবিবার দিল্লিতে ইন্ডিয়া জোটের সমাবেশের পরই বিস্ফোরক অভিযোগ তুলে কংগ্রেসের (Congress) বিরুদ্ধে সরব হলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। এই ঘটনায় জোটের অন্দরে ফের ভাঙনের আশঙ্কা। পাশাপাশি কেরলের (Kerala) ওয়ানড় আসনের কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীকেও একহাত নেন সিপিএমের বিজয়ন। তাঁর অভিযোগ, মুখে জোটের কথা বললেও আসলে দু'মুখো নীতি নিয়ে চলছে কংগ্রেস। এটা চলতে পারে না।

Advertisement

সোমবার কেরলের কোঝিকোড়ের তিরুভমবাড়ি এলাকায় সিপিআই প্রার্থী অ্যানি রাজার হয়ে প্রচারে নামেন পিনারাই বিজয়ন। সেখানেই কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, "ওয়ানড় আসনে প্রার্থী হয়েছেন সিপিআই নেতা অ্যানি রাজা। সর্বভারতীয় রাজনীতিতে অন্যতম মুখ তিনি। এখানে তাঁর বিরুদ্ধে রাহুল গান্ধীর প্রার্থী হওয়া সম্পূর্ণ অনুচিত। রাহুল গান্ধী কি এখানে এনডিএ'র বিরুদ্ধে লড়তে এসেছেন? আসলে উনি এখানে কেরলের বামফ্রন্ট সরকার (এলডিএফ)-এর বিরুদ্ধে লড়তে এসেছেন।" রাহুল গান্ধীকে 'দু'মুখো' কটাক্ষ করে বিজয়ন বলেন, "ইন্ডিয়া জোটের অন্যতম অংশীদার এলডিএফ-এর বিরুদ্ধে কেরলে লড়াইয়ে নামার পিছনে কী ব্যাখ্যা দেবেন রাহুল গান্ধী? তাও আবার অ্যানি রাজার বিরুদ্ধে, যিনি সর্বভারতীয় রাজনীতিতে অন্যতম বিরোধী মুখ।" শুধু তাই নয়, ন্যায় যাত্রায় সিএএ নিয়েও রাহুল গান্ধী একটি শব্দও খরচ করেননি বলে অভিযোগ কেরলের মুখ্যমন্ত্রীর।

[আরও পড়ুন: দু সপ্তাহের অভিযান শেষ, গাজার বৃহত্তম হাসপাতাল ‘ধ্বংস’ করে বিদায় ইজরায়েলি সেনার]

কংগ্রেসের বিরুদ্ধে বিজয়নের আরও অভিযোগ, কংগ্রেস কখনও রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হয় না। তাদের মদতেই অকংগ্রেসি রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে তৎপর হয় এজেন্সিগুলি। কেরলের মুখ্যমন্ত্রী বলেন, "আবগারি দুর্নীতির বিরুদ্ধে ইডির তদন্তে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল কংগ্রেস। যার জেরেই আজ জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মণীশ সিসোদিয়ার গ্রেপ্তারের পর কংগ্রেস প্রশ্ন তুলেছিল কেন কেজরিওয়ালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না?"

[আরও পড়ুন: এখনও টাটকা বাল্টিমোরের ক্ষত, ফের আমেরিকায় সেতুতে ধাক্কা বার্জের]

আসন্ন লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Election) বিজেপিকে সরাতে এক ছাতার তলায় এসেছে বিরোধী শিবির। রবিবার ইন্ডিয়া জোটের মঞ্চে কেজরিওয়ালের গ্রেপ্তারির বিরোধিতার পাশাপাশি এজেন্সি রাজনীতির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গেই সরব হয়েছে বামেরাও। এর ঠিক পর কংগ্রেসের বিরুদ্ধে বিজয়নের আক্রমণ নির্বাচনের আগে অশনি সংকেত হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement