সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের দুই যুবনেতা খুনে দোষী সাব্যস্ত সিপিএমের প্রাক্তন বিধায়ক-সহ ১৪ জন। ৫ বছর আগে ঘটা কেরলের পেরিয়ায় ঘটা এই হত্যা মামলায় সমস্ত তথ্য প্রমাণ বিবেচনা করে শনিবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সিবিআইয়ের বিশেষ আদালত। আগামী ৩ জানুয়ারি শুক্রবার অপরাধীদের সাজা ঘোষণা করবে আদালত।
২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি পেরিয়ায় কংগ্রেসের যুবনেতা কৃপেশ ও শরথলাল পিকে নামে দুইজনকে হত্যা করা হয়। অভিযোগ ছিল, ঘটনার দিন এলাকার সিপিএম ও কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক অশান্তি হয়। দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে হাতাহাতি মারামারির পর্যায়ে যায়। সেই সময় নৃশংসভাবে হত্যা করা হয় ওই দুই কংগ্রেস কর্মীকে। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে ২৪ জনকে গ্রেপ্তার করেছিল সিবিআই। যার বেশিরভাগই ছিলেন সিপিএম নেতা। এই মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক কেভি কুনহীরামন, কানহানগড় ব্লকের পঞ্চায়েত প্রধান মনিকান্দন-সহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই।
গত ৫ বছর ধরে বিচারপর্ব চলার পর শনিবার এই হত্যাকাণ্ডে ২৪ জন অভিযুক্তের মধ্যে ৮ জনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, ৬ জনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রমাণ লোপাট ও খুনে সাহায্যের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং বাকি ১০ জনকে বেকসুর সাজা ঘোষণা করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ২০১৯ সালে এই হত্যার পর ওই বছর ২৩ অক্টোবর মামলা তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। পুলিশ প্রথমে এই মামলায় ১৪ জনকে অভিযুক্ত করলেও সিবিআই তদন্তভার নিয়ে ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। যার মধ্যে ৬ জন ছিলেন সিপিএম নেতা।
তবে সিবিআই আদালতের এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন অপরাধীদের পরিবার। সিবিআই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।