shono
Advertisement
Maharashtra

পরপর তিন কন্যাসন্তানের জন্ম দেওয়ার 'অপরাধ', স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী!

ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।
Published By: Biswadip DeyPosted: 10:00 AM Dec 29, 2024Updated: 10:00 AM Dec 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার করা হল স্বামীকে। স্ত্রীর 'অপরাধ' পরপর তিনটি কন্যাসন্তানের জন্ম দেওয়া। মুম্বই থেকে প্রায় ৫২০ কিমি দূরে অবস্থিত পার্বণী জেলার এক গ্রামে ঘটেছে এমনই ঘটনা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্তের নাম কুন্ডিক উত্তম কালে। বছর বত্রিশেকের যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল মাইনা নামের এক তরুণীর সঙ্গে। মাইনার বোনের দাবি, পরপর কন্যাসন্তানের জন্ম দেওয়ার জন্য নিয়মিত দিদিকে গঞ্জনা সহ্য করতে হত। উত্তম তাঁকে মারধরও করত বলে তিনি অভিযোগ করেছেন। তৃতীয় সন্তানও মেয়ে হওয়ার পর থেকে অত্যাচার আরও বাড়ে। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার নির্যাতন চরমে ওঠে।

তারপরই পেট্রল এনে সে গায়ে আগুন দিয়ে দেয় মাইনার। আতঙ্কে তিনি রাস্তায় বেরিয়ে ছুটতে থাকেন। এলাকার লোক দেখতে পান দাউদাউ আগুনে জ্বলছেন তরুণী। দ্রুত আগুন নেভানো হয়। দেখা যায়, ততক্ষণে প্রায় পুরো শরীরই পুড়ে গিয়েছে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

শনিবার গ্রেপ্তার করা হয়েছে উত্তমকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাষ্ট্রে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার করা হল স্বামীকে।
  • স্ত্রীর 'অপরাধ' পরপর তিনটি কন্যাসন্তানের জন্ম দেওয়া।
  • মুম্বই থেকে প্রায় ৫২০ কিমি দূরে অবস্থিত পার্বণী জেলার এক গ্রামে ঘটেছে এমনই ঘটনা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement