shono
Advertisement
Kerala

যুদ্ধের আবহে সোশাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট, পুলিশের জালে কেরলের ছাত্র নেতা

অভিযুক্তের কাছ থেকে ইংরেজিতে লেখা সরকার বিরোধী একটি চিঠি উদ্ধার করা হয়েছে।
Published By: Gopi Krishna SamantaPosted: 02:26 PM May 09, 2025Updated: 02:26 PM May 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর চলাকালীন ভারত সরকারের বিরুদ্ধে 'যুদ্ধ ঘোষণা' করার অভিযোগে গ্রেপ্তার এক। মহারাষ্ট্রের নাগপুর থেকে কেরলের ওই ছাত্র নেতা এবং স্বঘোষিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপারেশন সিঁদুর নিয়ে ইনস্টাগ্রামে উসকানিমূলক পোস্ট করার অভিযোগ রয়েছে কেরলের এরনাক্কুলাম জেলার বাসিন্দা রেজাজ এম শিবা সাদিকের বিরুদ্ধে।

Advertisement

বুধবার অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। নাগপুরে বসবাসকারী তার এক বান্ধবীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

অপারেশন সিঁদুরের নিন্দা এবং দেশজুড়ে নকশাল দমন অভিযানের বিরোধিতা করে সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করে অভিযুক্ত। লাকাদগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়। এরপরই তার খোঁজে ভারতীয় ন্যয় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরই বুধবার মহারাষ্ট্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে অভিযুক্তের কাছ থেকে একাধিক জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এমনকি তার কাছ থেকে ইংরেজিতে লেখা সরকার বিরোধী একটি চিঠি উদ্ধার করা হয়েছে। এদিকে সাদিকের গ্রেপ্তারির নিন্দা জানিয়েছে, কেরল ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। তাদের তরফে সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে দাবি করা হয়েছে, দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপারেশন সিঁদুর চলাকালীন ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অভিযোগে গ্রেপ্তার এক।
  • মহারাষ্ট্রের নাগপুর থেকে কেরলের ওই ছাত্র নেতা এবং স্বঘোষিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • অপারেশন সিঁদুরের নিন্দা এবং দেশজুড়ে নকশাল দমন অভিযানের বিরোধিতা করে সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করে অভিযুক্ত।
Advertisement