সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিমানের পর এবার খলিস্তানিদের নিশানায় অযোধ্যার রামমন্দির! হিন্দুদের আস্থার এই মন্দির বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন। এক ভিডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছে, ১৬ থেকে ১৭ নভেম্বরের মধ্যে হামলা চালানো হবে অযোধ্যার রামমন্দিরে। জানা যাচ্ছে, এই ভিডিও শুট করা হয়েছে কানাডার ব্রাম্পটনে। যেখানে কিছুদিন আগেই হামলা চালিয়েছিল খলিস্তানি সমর্থকরা।
ওই ভিডিও বার্তায় পান্নুনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, হিন্দুত্ববাদী বিচারধারার ভিত হল অযোধ্যা। সেখানকার মাটি আমরা কাঁপিয়ে দেব। এই ভিডিও বার্তায় দেশের একাধিক হিন্দু মন্দিরের ছবি তুলে ধরা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের উদ্বোধন করছেন এমন একটি ছবি। রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকির পাশাপাশি কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদ চন্দ্র আর্যকেও হুমকি দিতে দেখা দিয়েছে পান্নুনকে। খলিস্তানি জঙ্গির বার্তা, 'কানাডায় বাস করেও ভারতীয় বংশোদ্ভূত একাধিক ব্যক্তি নরেন্দ্র মোদির বিচার ধারা নিয়ে চলেন। তাঁদের জন্য স্পষ্ট বার্তা, কানাডার প্রতি সৎ না হলে দেশ ছেড়ে চলে যান।'
বিদেশের মাটিতে বসে পান্নুনের এমন হুমকি অবশ্য প্রথমবার নয়, এর আগে এয়ার ইন্ডিয়ায় বোমা হামলার হুমকি দিয়েছিল এই খলিস্তানি জঙ্গি। এক ভিডিও বার্তায় শিখ দাঙ্গার ৪০ তম বর্ষপূর্তির প্রসঙ্গ তুলে খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিসের নেতা পান্নুন বলে, ‘১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করবেন না। এটা শিখ নরসংহারের ৪০ তম বর্ষপূর্তি। ফলে এই সময় এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা হতে পারে।’
উল্লেখ্য, খলিস্তানের নামে উস্কানিমূলক ভাষণ দেওয়ায় সিদ্ধহস্ত পান্নুন। সরকারের বিরুদ্ধে পাঞ্জাবের শিখ যুবককে অস্ত্র ধরার জন্য লাগাতার উস্কানি দিয়ে চলে এই নেতা। ২০২০ সালে ইউএপিএ আইনে জঙ্গি ঘোষণা করা হয় পান্নুনকে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষণা করা হয় তার সংগঠন শিখস ফর জাস্টিসকে। ভারতে গ্রেপ্তারের আশঙ্কায় আমেরিকায় আস্থানা গেড়েছে এই জঙ্গি। আমেরিকার পাশাপাশি তার কাছে রয়েছে কানাডার নাগরিকত্বও।