shono
Advertisement
Manipur

কুকি বিক্ষোভে ফের উত্তপ্ত মণিপুর, অবরোধ তুলতে গেলে সেনার সঙ্গে সংঘর্ষ, আহত একাধিক

নিরাপত্তাবাহিনীর কনভয়-সহ মণিপুরে চালু বাস পরিষেবা।
Published By: Amit Kumar DasPosted: 04:59 PM Mar 08, 2025Updated: 05:05 PM Mar 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্তির মেঘ কাটছে না মণিপুর থেকে। লাগাতার হিংসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শনিবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল কাংপোকপি জেলা। কুকিদের রাস্তা অবরোধ তুলতে লাঠি চালাল সেনা। পালটা সেনার সঙ্গে হাতাহাতি শুরু হল কুকিদের। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা।

Advertisement

সম্প্রতি মণিপুরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন অজয় ভাল্লা। রাজ্যকে সচল করতে গত ২ মার্চ রাজ্যপাল ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় ৮ মার্চ থেকে মণিপুরের যান চলাচল সচল করার। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সেই নির্দেশ মেনে সেনার নিরাপত্তায় শুরু হয় বাস পরিষেবা। অন্যদিকে, পালটা পথ অবরোধে নামে কুকিরা। তাঁদের তরফে জানানো হয়, যতক্ষণ না তাঁদের দাবি-দাওয়া পূরণ হচ্ছে ততক্ষণ কোনও বাস চলবে না।

এই পরিস্থিতিতে সেনার নিরাপত্তায় কাংপোকপি জেলায় বাস পরিষেবা চালু হলে রাস্তায় পাথর ফেলে পথ অবরোধ শুরু করে কুকি সম্প্রদায়ের মহিলারা। তাদের সরাতে লাঠিচার্জ শুরু করে নিরাপত্তাবাহিনী। পালটা হাতাহাতি শুরু হয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে। এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে পরিস্থিতি। নিরাপত্তাবাহিনীর লাঠির আঘাতে বেশ কয়েকজন মহিলা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

এদিকে মণিপুর প্রশাসনের তরফে জানা যাচ্ছে, দীর্ঘ ২২ মাস ধরে যান চলাচল বন্ধ থাকার পর শনিবার থেকে তা নতুন করে শুরু হয়েছে। ইম্ফল থেকে কাংপোকপি হয়ে সেনাপতি যাওয়ার রাস্তা এবং ইম্ফল থেকে বিষ্ণুপুর হয় চূড়াচাঁদপুর যাওয়ার রাস্তায় শনিবার থেকে বাস চলাচল শুরু হয়েছে। বাসে যাতে কোনও হামলার ঘটনা না ঘটে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। সেনার অ্যান্টি মাইন ভেহিকেলের সঙ্গে বিএসএফ ও সিআরপিএফের কনভয়ের সঙ্গে বাসগুলি যাতায়াত শুরু করেছে। ১২ মার্চ থেকে ইম্ফল-চূড়াচাঁদপুর হেলিকপ্টার পরিষেবাও শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে প্রশাসনের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল কাংপোকপি জেলা।
  • কুকিদের রাস্তা অবরোধ তুলতে লাঠি চালাল সেনা।
  • পালটা সেনার সঙ্গে হাতাহাতি শুরু হল কুকিদের।
Advertisement