shono
Advertisement

কাশ্মীরে অস্ত্রসহ গ্রেপ্তার লস্কর জঙ্গি, ফাঁস হবে কি জেহাদের ব্লু প্রিন্ট?

সাম্প্রতিককালে অন্যতম বড় সাফল্য সেনার।
Posted: 10:33 AM Oct 12, 2023Updated: 10:49 AM Oct 12, 2023

মাসুদ আহমেদ: জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) বড় সাফল্য সেনার। গ্রেপ্তার করা হল এক লস্কর (Lashkar-e-Taiba) জঙ্গিকে। সেনা সূত্রে জানা গিয়েছে, উপত্যকার বারামুলা জেলায় সক্রিয় ছিল ওই জঙ্গি। এর আগে অনন্তনাগে সপ্তাহব্যাপী অপরেশন একাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। পরবর্তীকালে কাশ্মীরে আরও দুই লস্কর জঙ্গিকে খতম করেছিল সেনা। সাম্প্রতিককালে প্রথমবার কোনও সক্রিয় জঙ্গিকে গ্রেপ্তারে সক্ষম হল নিরাপত্তারক্ষীরা। তাকে জেরা করে জেহাদের ব্লু প্রিন্ট জানা যাবে বলেই মনে করছেন সেনাকর্তারা।

Advertisement

কাশ্মীর পুলিশের এক মুখপাত্রের বক্তব্য, অভিযুক্ত লস্কর জঙ্গির নাম মুদাসির আহমেদ ভাট। তার কাছ থেকে গ্রেনেড-সহ প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়াও নগদ ৪০ হাজার টাকা এবং সন্দেহজনক নথি মিলেছে। মঙ্গলবার বারামুলার উসকারা চেকপোস্টে ধরা পড়ে জঙ্গি। গোয়ান্দা সূত্রে খবর পেয়ে তৈরি ছিল সেনা ও পুলিশ। নিরাপত্তাকর্মীদের দেখে পালানোর চেষ্টা করলেও হাতেনাতে ধরা হয় লস্কর সন্ত্রাসবাদীকে।

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: নবীন মাঠে নামতেই কোহলি-কোহলি স্লোগান দর্শকদের, ভাইরাল ভিডিও]

উল্লেখ্য, অনন্তনাগ ষড়যন্ত্রের পর সাম্প্রতিককালে দুই লস্কর জঙ্গিকে খতম করেছে সেনা। এযাত্রায় সন্ত্রাসবাদীদের ভারতে অনুপ্রবেশ রুখে দেওয়া গেলেও পুলওয়ামা ধাঁচের বড় হামলার ছক কষছে তারা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তার মধ্যেই লস্কর জঙ্গির গ্রেপ্তারি সেনার বড় সাফল্য। ওই সন্ত্রাসবাদীকে জেরা করে জেহাদের ব্লু প্রিন্ট জানা যাবে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: বয়কট বিতর্কের মধ্যেই ‘পুরনো বন্ধু’রা মোদির পাশে, নতুন সংসদের উদ্বোধনে থাকছে একাধিক দল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement